চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

কুঁড়েঘর পান্ডুলিপি পুরস্কার ২০১৮


কুঁড়েঘর পান্ডুলিপি পুরস্কার ২০১৮

“চলো করি শিল্পের বড়াই” স্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০১৩ সালে প্রকাশনা জগতে যাত্রা শুরু করেছিল সৃজনশীল প্রকাশনা সংস্থা কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড। অগণিত বাঁধা ও সীমাবদ্ধতাকে পাশ কাটিয়েই আমাদের প্রকাশ ভঙ্গিমায় ছিল একটু ব্যতিক্রম এবং ভিন্নতা। যা কেবল কুঁড়েঘরের একটি বই হাতে নিলেই অনুধাবন করা সম্ভব। কেননা একটি পাণ্ডুলিপিকে বই আকারে প্রকাশ করতে যতটা নান্দনিকতা ধারণ করা সম্ভব তা অর্জনে কখনো পিছপা হয়নি আমাদের প্রকাশনা সংস্থাটি। বরং আধুনিকায়ন ও নতুনত্বের গবেষণা অব্যাহত রাখতে আমাদের রয়েছে একদল দক্ষ কর্মী-বাহিনী। যা ইতোমধ্যে লেখক, পাঠকসহ বইয়ের সাথে সম্পৃক্ত আছেন এমন সকলের আস্থা অর্জন ও নজর কাড়তে সামর্থ্য হয়েছে। যার পুরো কৃতিত্বই আপনাদের। আমরা শুধু চেষ্টা করেছি আপনাদের চাহিদার যোগান দিতে।

🔖 ভালো লিখছেন অথচ নানা প্রতিবন্ধকতায় বই আকারে প্রকাশ করতে পারছেন না এমন মেধাবী কবি, লেখক, গবেষকের সংখ্যা নেহায়েত কম নয়। যাদের অবদানে বাংলা সাহিত্য হতে পারে আরও সমৃদ্ধশালী। তাদের পাশে দাঁড়ানোর আনন্দ উপভোগ করতে আমরা আয়োজন করতে যাচ্ছি ‘কুঁড়েঘর পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮’ যা প্রদান করবে কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড। এ লক্ষ্যে আপনার মৌলিক পাণ্ডুলিপির জন্য বিনীত আহ্বান করছি।

.
🔖 কুঁড়েঘর পাণ্ডুলিপি পুরস্কার প্রদান করা হবে যে ৩টি বিভাগে -

📓 ক বিভাগ: কবিতা/উপন্যাস/ছোটগল্প/নাটক
📓 খ বিভাগ: গবেষণা/প্রবন্ধ/ বিজ্ঞান
📓 গ বিভাগ: অনুবাদ/শিশু সাহিত্য

.
🎁 পুরস্কৃত সাহিত্যিককে নগদ অর্থ, সম্মাননাপত্র ও সম্মাননা প্রতীক প্রদান করা হবে।

.
🔖 নিয়মাবলী:
✔ কোনো শাখায় যোগ্য লেখক পাওয়া না গেলে ওই শাখায় কাউকে পুরস্কার দেওয়া হবে না। 
✔ এ পুরস্কার কেবল ব্যক্তিবিশেষকেই প্রদান করা হবে। কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীকে এ পুরস্কার প্রদান করা হবে না।
✔ লেখা অবশ্যই সম্পূর্ণ অপ্রকাশিত হতে হবে। ম্যাগাজিন, ব্লগ, ফেইসবুক সহ যেকোনো মাধ্যমে প্রকাশিত লেখা বাতিল বলে গণ্য হবে।
✔ জুড়ি বোর্ডের মাধ্যমে বাছাইকৃত পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ লেখকদের নাম ঘোষণা করা হবে ২০১৯ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। 
✔ পুরস্কার দেয়া হবে ‘কুঁড়েঘর সাহিত্য উৎসব ২০১৯ - এ’।

.
⚠ কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ছাড়াই যে কোন সময় উক্ত কার্যক্রম বাতিল, স্থগিত, পরিবর্তন, পরিবর্ধন কিংবা পরিমার্জন করার ক্ষমতা রাখে।

.
👉 বিশেষ ভাবে লক্ষ্য রাখবেন:
✔ নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয় পত্র নং, ফোন নং, ই-মেইল এড্রেস উল্লেখ করবেন।
✔ বিষয় বস্তুর শব্দ সংখ্যা নির্দিষ্ট নয়।
✔ লেখা পাঠাতে হবে 'অভ্র' বা 'বিজয়' যে কোন একভাবে।
✔ 'পিডিএফ' করা ডকুমেন্ট পাঠাবেন না। 
✔ মেইলের বডিতেই লিখে মেইল করবেন না। মেইলে এটাচ করে .Doc ফাইলে দিতে হবে।

.
📅 অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাবার শেষ সময়:

৩১ ডিসেম্বর, ২০১৮ ইং।

.
📧 ই-মেইল যোগে লেখা পাঠাবার ঠিকানা:

mail.kureghor@gmail.com

.
* ডাকযোগে লেখা পাঠাবার ঠিকানা:

৮২, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স (বেইজমেন্ট), 
২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

.
🔔 আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন:

📲 মুঠোফোন - +৮৮ ০১৭৩২ ৪৮১ ৪৮১
☎ ফোন - +৮৮ (০২) ৯৬১১১৬৫

.
-ধন্যবাদান্তে,
প্রকৌশলী. শামিম রহমান আবির, 
প্রকাশক ও সম্পাদক, কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড।

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠা বেস্ট সেলার বইসমূহ

‘নক্ষত্রের খোঁজে’ প্রতিযোগিতা ২০২২ এর নির্বাচিত বই