চিত্তের বৃত্তচাপ | নাজমুন্নিছা নিঝুম
এন্টিসেপটিক দিয়ে সকল ক্ষত শুকালে
আমি কি আর তোর কাছে যাই ?
আকাশ যেখানে নেমে গেছে বহুদূর গিয়ে
মাতামুহুরি জানে
এর থেকে ঢের বেশী, হৃদয়ের বৃত্তচাপ।
আজকের সব মিটিং মিছিল
বিচার চাই বিচার চাই
সবই অপ্রেমের ফল
মানুষে মানুষে আজ প্রেম কই ?
এত অপ্রেমের মাঝে
যে প্রেম খুঁজি
আমি তার নাম দিয়েছি মানবতা।
চল, ক্যালেন্ডারের পাতা থেকে একটা দিন ধার করে
কর্ণফুলী দেখে আসি না হয় তৈলারদ্বীপ চর
সাঙ্গুর স্বার্থক বেঁচে থাকা
শিখে আসি, কিভাবে বাঁচতে হয়।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com, chilekothasahittobd@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন