চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

পরানসখা

পরানসখা | রিমঝিম আহমেদ


তিন.

বৃষ্টি মাখি না আর, রোদ মাখি গায়ে
মেলানিন বেড়ে গেছে ত্বকে খুব বেশি
আমাদের গেছে সবই ভুলের দায়ে
লেনদেন বাকি সব, ভুল মেশামেশি।

কতোটা বৃষ্টি ঢাললো মেঘেরা আজ
কতোটা জলের কাছে দিন হবে লীন
আমিও খুলিনি আর আঁচলের ভাঁজ
যেটুকু দিয়েছো তার তুলে রাখি ঋণ।

সেই যে আঙুল হাতেই আমার নেই
একলা জাগার রাতটা তোমার ছোঁবো
দখিন হাওয়ায় আসলে ভেসে যে-ই
ঠোঁটের আগুনে পুড়ছে পাখির রবও।

ভালোবাসা মানে- একলা অন্ধকার
পরানসখা হে, প্রিয় বন্ধু আমার।


মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই