বাসন্তী প্রেম | তানজিনা সুলতানা
ফাগুনের দরজায় ফুলের সমারোহ
আগুন রঙা মনের জানালায়
আগামির স্বপ্ন দোল খায়
দোল খেতে খেতে ছুঁয়ে যায়
চোখ-মুখ-বুক!
বসন্তের মন মাতানো সমীরণে
হাজার ফুলের সুভাসে খুঁজি
একটি বেলীর কারসাজি
ভাবি; তুমি এই এলে বুঝি
মিটিয়ে ভুল-চুক!
স্বপ্নের করিডোরে তোমার ছায়া
প্রেমাতাল ভাবনায় দীর্ঘ রজনী
এসো প্রিয় আজ এখুনি
বাসন্তী খোঁপায় দিও ফুল
নিও প্রণয়ের অমৃত স্বাদ!
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com, chilekothasahittobd@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন