নীল | মাসুম সরদার
১.
-এই শুনছো!
-হুমমমম।
-সকাল হয়ে আসছে তো ওঠো গোসল করে নাও। ইচ্ছে করছে না, আর একটু ঘুমিয়ে নিই।
-না ওঠো। একটু পরেই কিন্তু আম্মু উঠে যাবে তখন বুঝবে কেমন লাগে ঘুম। ওঠো প্লিজ, আমি নাস্তা রেডি করছি। কই ওঠোনা........
-উমমমমমমমমম যাও তো সাত সকালে আর বিরক্ত করনা। এবার একটু আরামে ঘুমোতে দাও প্লিইইইইইইইইইইইইজ। -দাঁড়াও ছুটাচ্ছি তোমার আরাম।
নীল আমার বিবাহিতা স্ত্রী। ডাক নাম পুতুল। মাঝেমধ্যে অতি আদরে জিজ্ঞেস করতাম, আচ্ছা তোমার এই পুতুল নামটি কে রেখেছে? কেন রেখেছে?









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন