এক টুকরো কাঁচের স্বপ্ন ।। রহমান মিজান
ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলাম বেশ কিছুক্ষণ। বাড়ির সামনে খালি একটি জায়গা। বর্ষা হলে পানিতে ভরে যায়। বৃষ্টির পানিতে কানায় কানায় পূর্ণ জায়গাটি। বিশাল সাগরের উপর দিয়ে বয়ে আসা শীতল হাওয়া তার পরশ বুলিয়ে দিয়ে যাচ্ছে সবখানে। সব জায়গায়। আমার দৃষ্টি খালি জায়গাটিতে জমে থাকা পানির উপর। শীতল হাওয়া আলতোভাবে বয়ে যাচ্ছে পানির উপর দিয়ে আর ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউয়ের সৃষ্টিতে ঝলমলিয়ে উঠছে পানির উপরিভাগ। একদিকে উপভোগ করছি প্রকৃতির এলোমেলো খেলা আর অন্যদিকে মাথায় ঘুরপাক খাচ্ছে নানান ভাবনা। কারো কারো কাছে জীবনটা কত সহজ আবার কারো কারো কাছে জীবনটা ভীষণ কঠিন। কেউ কেউ মেঘ না চাইতে বৃষ্টির পরশ পেয়ে যায় আর কেউ কেউ নীল আকাশে খুঁজে ফেরে একখন্ড মেঘের টুকরো। যারা স্বপ্নের ফেরি করে বেড়ায় তাদের কাছে স্বপ্ন ছাড়া কিছুই থাকে না। স্বপ্নের ফেরি করতে করতে এক সময় পৌঁছে যায় জীবনের শেষ সীমানায়।
‘কিয়ের লেহাপরা। মাইয়াগো বেশি লেহাপরার দরকার নাই। মাইয়ারা লেহাপরা বেশি করলে নষ্ট হইয়া যায়, পোলাগো হাত ধইরা বাড়িততন পলাইয়া যায়, বুঝবার পারছ? হেরলাইগা তাড়াতাড়ি...’









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন