চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

আনন্দ ভৈরবী

আনন্দ ভৈরবী | দেবাশিস ভট্টাচার্য


(শক্তি চট্টোপাধ্যায়ের আনন্দ ভৈরবী শুনে লেখা)

আজ বৈশাখে এলায়ে পড়েছে ছবি
এমন ছিল না শ্রাবণ শেষের বেলা
ঝড়ে খসে যাওয়া প্রণয় পীড়িত ফুল
এস্রাজে তবু আনন্দ ভৈরবী

সে কি জানিত না জীবনের জল বায়ু
এত বিখ্যত নয় এ বিরহপুর ?
সে কি জানিত না প্রেম অতি স্বল্পায়ু
চোখের জলের আনখ সমুদ্দুর ?

সে কি বুঝিত না এ জীবন মরুভূমি
একবার গেলে ফিরিয়া আসে না কেহ
সে কি জানিত না শত জনমেও তার
ঘুচিবে না সন্দেহ ?

আজ বৈশাখে এলায়ে পড়েছে ছবি
এমন ছিল না শ্রাবণ শেষের বেলা
ঝড়ে খসে পড়া প্রণয় পীড়িত ফুল
আনন্দ ভৈরবী।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই