চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

শাদ ইরশাদ এর কবিতা

এক.
নষ্টালজিয়া

আমার নষ্টালজিক মন
তোমার উড়ু উড়ু হাওয়া,
বিশাল এক স্মৃতির সমুদ্দুর
আমার কেবল স্রোতেই ভেসে যাওয়া।
আমার ঘাস ফড়িং এর দিন
কতশত স্মৃতি মাখামাখি,
আমার বুকেরই ক্যানভাসে
শুধু তোমার ছবি আকি।
আমার আকাশ জুড়ে তোমর ঘুড়ির খেলা
নাটাই হাতে বসে আছি ঠাই,
এক বিকেলের স্মৃতি কিনতে গিয়ে
ডুবে আছি নষ্টালজিয়ায়।
আমার ছোট্টবেলার চড়ুই পাখি প্রেম
জমতে থাকা স্মৃতির পাহাড় সব,
যতই ফুরাক একজীবনের আলো
চড়ুই পাখি, তুমি আমার আজন্ম শৈশব।


দুই.
আজ রাত প্রিয় চড়ুই পাখির জন্য...

আজকে রাতে চড়ুই উড়ুক, চড়ুই ডাকুক
আমার বুকের আকাশ জুড়ে,
শৈশবের ভালবাসার চড়ুই পাখি
আমার চড়ুই ভাল থাকুক অনেক দূরে।
আজকে রাতে বৃষ্টি পড়ুক ভীষণ রকম
ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিক সব,
উড়ে আসুক চড়ুই পাখি আমার বুকে
আমার বুকে আজকে রাতে পুরোনো শৈশব।
আজকে রাতে জোছনা বিলাক চাঁদ
চড়ুই পাখি আমার বুকে করুক ডাকাডাকি,
সূখ স্বপ্ন জমতে জমতে পাহাড় হয়ে যাক
অনেক দূরে ভাল থাকুক ছোট্ট চড়ুই পাখি।

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠা বেস্ট সেলার বইসমূহ

‘নক্ষত্রের খোঁজে’ প্রতিযোগিতা ২০২২ এর নির্বাচিত বই