চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

বনলতা সেন

বনলতা সেন | দেবাশিস ভট্টাচার্য


তুমি না দিলেও আমি নিয়ে নেব তোমার মাধুরী
যখন তোমার জন্য আকুলতা আকাশ ছুঁয়েছে
কপট হিংসুক হয়ে সময়ের অপচয় নয়
লজ্জার মোম হয়ে নিজের ভিতর গলে গিয়ে
ব্যর্থ জীবনের ভার বৃদ্ধি করব না কোনোদিন
তুমি না দিলেও আমি তোমার চোখের দৃষ্টি আভা,
কপালের সূর্য টিপ, ভুরুর কামনাময় ঢেউ
টেনে নিয়ে রেখে দেব অনন্ত নক্ষত্র রাত্রি পটে
কোনও দূর কালে যাতে তোমারই মতন হয়তো কেউ
পড়ে মুগ্ধ হয়ে বলে, এতদিন কোথায় ছিলেন।
তুমি না দিলেও আমি তোমার সর্বস্ব নিয়ে যাব
অনন্ত নক্ষত্র পথে নাটোরে বা শান্তিনিকেতনে।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই