হতভাগ্য ....... | প্রান্ত স্বপ্নিল
তার সাথে দেখা হল, সময়ের কাঁটা বলছে প্রায় দশ বছর হয়ে গেলো। ঘড়ির কাঁটায় সময়টা হিসেব করলে দাঁড়ায় ৮৬৪০০ ঘণ্টা। এত তাড়াতাড়ি কিভাবে এতোটা সময় হারিয়ে ফেললাম? ভাবতেই মনের অন্তরালে একটি স্মিত হাসি ফুটে ওঠে। হাসিটা আমি আর উপরে যিনি বসে আছেন তিনি ব্যতীত কেউ দেখেন না বৈকি। সেই ক্লাস সিক্স থেকে তার ভাল লাগার বহিঃপ্রকাশ, কিছু মিষ্টি ইশারা, দুষ্টু ইঙ্গিত আমার মনের প্রকোষ্ঠে কখন যে চিরস্থায়ী আসনে আসীন হয়েছে বুঝতেই পারি নি। আমি অধম তার এই প্রতীকী ভাল লাগার ইঙ্গিত সামান্যটুকু আঁচ করতে পারি নি ক্ষণিকের জন্য। যখন তার মনে “ভালোবাসা” নামক অনুভূতিটি রং ধারণ করা শুরু করলো, হয়তোবা সেই মুহূর্তটিতে আমার মনটা মাঠেই পড়ে থাকতো।
আমার বহুল প্রত্যাশিত দিনটি চলেই এল। বাসে চড়ে ভাবছি, সে দেখতে কেমন হয়েছে?? আমাকে চিনবে সে?? নিজের দিকে তাকিয়ে তখন নিজেকেই অচেনা লাগছিলো। আমিই তো সে... যে কিনা ভালোবাসার হন্তারক হয়ে প্রাণদানকারীর ভূমিকা নিলাম। নিজের ভাগ্যটাকে নিজেই এখন দুষছি। অজানার গন্তব্যে নিজের এই হতশ্রী ভাগ্যটাকে ফিরে পাওয়ার একটি শেষ চেষ্টা না হয় করেই দেখলাম!!! দেখি কি হয়......?









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন