চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

যখন তখন দাবী উঠতে পারে

যখন তখন দাবী উঠতে পারে । নাজমুন্নিসা নিঝুম


এই ছিন্নভিন্ন দিনগুলি
সময়ের দাবী মানতে চায়না।
হিমাগারে রোদ শুয়ে থাকতে চায়না অহেতুক
রোদ শুয়ে থাকে বনেদী বাড়িটার
ছাদে, বারান্দায়।
আমি সামনে হাটলেই
টুপ করে নেমে যায় বেলা।
কারা যেন হাটতে হাটতে তামাদি হয়ে গেছে
মাঝে মাঝে ওদের গল্প বলতে শুনি,
কলাপাতায় রোদ ঝিলমিল
মেঘ টলমল
যখন তখন দাবী উঠতে পারে
ক'টা খুন হবে, ক'টা বেঁচে রবে
ক'টা মিছিলে যাবে
আর ক'টা ঝুঁকিতে রবে
ঘড়ির কাঁটা অস্থির বুকে বলে
ঠিকঠিক ঠিকঠিক।

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই