কথা না রাখলেও চলে । ইলিয়াস বাবর
কথা ছিল মধ্যমাটি আমার জন্য
তৃষ্ণার্ত মেঘেরা সাগরপানে না গেলেও
তোমাকে যেতে হলো!
বাঙালি মেয়েরা তো জানে, নিজেকে পোড়াতে শুধু
তাতে তোমার কী দোষ!
কথা ছিল মধ্যমাটি সংরক্ষিত থাকবে
দলবাঁধা পাখিরা অনশন করলেও
তোমাকে খেতে হলো বিষ!
হাসিমুখে ছবির পোজ দিতে দিতে বললে-
ঠিকাছে; কবুল- ঠিকাছে!
মধ্যমায় ভর করছে- হিরের আংটি
সোনালি আভায় বেচা পরের ভালোবাসা. . .
ভালোবাসাবাসির ভীড়ে কথা আর থাকলো কই!
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন