চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

রূপসাগরের চিত্রকল্প

রূপসাগরের চিত্রকল্প । হাসান কামরুল



আমার চোখ একদিন আঁটকে গিয়েছিলো তোমার টোল পড়া গালে
তারপর আমি বহুবার ছুটে গিয়েছি সেখান অবধি,
যেখানে প্রতিদিন সকালে এসে তুমি বসে থাকো।
তোমার সাজানো খোপাতে রাজসিক গোলাপ,
হাত ভর্তি জলচুড়ি,
আর খানিক পর পর অকারণ হেসে ওঠা দেখতে
আমি নিয়মিত যাত্রি ছিলাম সে পথের।

তোমার কাছাকাছি বসতে অপেক্ষা করতে হয়েছিলো অনেকগুলো দিন
তোমার শরীরের ভিতর উনুনের আভা, দেহঘ্রাণ,
অবাধ্য চুলের উড়াউড়ি,
বৃষ্টির ফোঁটার মত চিবুক জুড়ে বিন্দু বিন্দু ঘাম,
ঘাসের গালিচায় বসে,
অনুভব করতে আমাকে অনেকগুলো দিন অপেক্ষা করতে হয়েছে।

তোমাকে মনে হয়েছিলো মানুষের আদলে গড়া একগুচ্ছ বেলী
মনে হয়েছিলো, ঠিক যেন একটা ছটফটে পাহাড়ি পাখি।
আমি সমুদ্রের গভীরে শয্যা রচনা করতে চেয়েছিলাম,
পথ ভুলে এসেছিলাম এখানে,
আমার ভুল পথের প্রান্তে দেখেছিলাম তোমাকে, তোমার টোল পড়া গালে
আঁটকে গিয়েছিলো অবাধ্য চোখ,
অমনি প্রলয় ঘটেছিল বুকের ভিতরে,
আমাকে প্রেমাদ্র করেছিলো,
আমি অবগাহন করেছিলাম তোমার প্রলয় ঘটানো রূপের সাগরে।

এখন স্বপ্নের চেয়ে বেশি কাঙ্ক্ষিত তুমি।
যদি হাত ধরে হাঁটো পাশাপাশি, যদি বল ভালোবাসি,
আমার বুকে লালন করা গোপন অঙ্গীকার প্রকাশ্যে আসবে,
তোমার চোখের বিদ্যুতের বর্ণমালায় রচিত হবে জীবনের
পরবর্তী চিত্রকল্প।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই