চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

শাদ ইরশাদের জোড়া কবিতা

(১)

কবিতায় ডুবে যাব

“কবিতার মদে ডুবে যেতে চাই, নিমজ্জিত
হয়ে যেতে চাই-”
যেভাবে ডুবে যাই প্রতি সন্ধ্যায়
তোমার গোপন মদের
আকন্ঠ পানে।
তারও চেয়ে বেশি মাতাল হতে চাই
তোমার জন্যে লেখা পঙতিমালা পানে।
তোমার বুকের মাঝখাঁজে
ডুবতে ডুবতে
অদ্ভুত এক নেশায় বুদ হয়ে থাকি,
বাংলা মদের ঝাঁঝালো গন্ধ
হার মানতে বাধ্য তোমার
বালিকা বুকের ঝাঁঝে।
আমি কঠিনতম বালক
প্রতি সন্ধ্যায় আরাধনায় থাকি
তোমার গোপন মদের লোভে।
মাতাল হবো বলে,
ডুবতে ডুবতে অতলে যাব বলে।
আমি তারও চেয়ে বেশি ডুবে যেতে চাই
নিমজ্জিত হয়ে যেতে চাই
কবিতার মদে।
রাত গভীরের সাথে সাথে
আমার মাতলামি বেড়ে যায়
বেড়ে যায় তোমাতে ডুবে যাবার ব্যাকুলতা,
আমার খুব একটা শরম লাগেনা
চাঁদ, আলো কিংবা আঁধারী
অথবা রাতকানা প্রজাপতি দেখেও।
আসলে আমিতো তখন মাতাল
বালিকা মদে তখন আমি বেহুশ।
আমি অস্থির হয়ে উঠি
ডুবে যেতে, নিমজ্জিত হতে, মাতাল হতে।
আমি তারও চেয়ে বেশি ডুবে যেতে চাই
নিমজ্জিত হয়ে যেতে চাই
কবিতার মদে।
“আপাদ মস্তক ডুবে যেতে চাই এই ঘোরে,
টাইটানিকের চেয়েও বেশি অতল গভীরে
পুরোপুরি নিমজ্জিত হয়ে যেতে চাই
গলুই-মাস্তুলসহ একেবারে ডুবে যেতে চাই এই জলে।”
(কবিতার কয়েকটি লাইন কবি মহাদেব সাহা’র কবিতা থেকে নেয়া হয়েছে)

(২)

আগুন কেবলই পোড়ায়

বুকের সবুজ বনাঞ্চলে আগুন লেগেছে হে,
পুড়ে যাচ্ছে একটু একটু করে
সবুজ,
মাটি,
গাছ,
পাখীর বাসা।
এত বছর ধরে যে সবুজ
ছড়িয়েছে নিজের সজীবতা চতুর্দিকে,
আজ হঠাৎ কোত্থেকে একটুকরো আগুন
জ্বালিয়ে দিল দাবানল।
ব্যস্, সব জল ফুরিয়ে গেল পৃথিবীর
একফোটা জল নেই কোথাও।
এ আগুন পুড়ে পুড়ে কতদূর যাবে
কেউ জানেনা,
এমনকি ঈশ্বরও না।
ঈশ্বরের মত সবাই জানে শুধু
আগুন কেবলই পোড়ায়।
জল না পেলে সে আগুন
নিভেনা কখনো।
এখন সবাই জানে
বনের সবুজ আর একটুও থাকবেনা,
আগুনে অঙ্গার হবে,
পুড়ে পুড়ে ছাই হবে,
সবুজ, মাটি, গাছ, পাখীর বাসা।
সেই সাথে পুড়ে যাবে
সুখ, স্মৃতি, আনন্দ, খুশি।
এমনকি ঈশ্বরেরও ক্ষমতা নেই
এ আগুন থামাবে।

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই