লুৎফুন নেছা শান্তনার অণু কবিতা
লুৎফুন নেছা শান্তনার অণু কবিতা
(১)
তুইময় জীবন যাপন,
বোকাদের সভাতে,
বেশ আছি, ভালো আছি কিছু নেই মিলাতে।
তোর যা তুই তা ,
আমার ভিন্ন গল্প,
তুই আমি কেউ নই,
চাঁদের ভুল চক্র!
বোকা চাঁদ ভুলভাল, কি সব এঁকেছে !
তাই দিয়ে চিত্র একেবারেই হয় না!!!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন