চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

তুমি আসবে বলে

তুমি আসবে বলে । মো. আব্দুল সবুর


“অনেক দুর এসে এক দিন মনে হবে ফেলে আসা সেই ছোট্ট সুখের নদীকে।
মনে হবে সুখ ছিল সেথায় ছড়ানো কুড়িয়ে নেওয়া হয়নি নিছক অবহেলায়........”

আমার মনের আকাশ ভীষণ রকমের ধূসর। মনের অযাচিত যাতনাগুলো তাড়া করে ফিরে অহর্নিশ। বসন্তের ঝিরিঝিরি বাতাস ফিরে যায় অন্য মোহনায়। স্বপ্নগুলো অদ্ভুদ রকমের নিঃস্ব, বড় বেশি একা। অশ্রু, জানিস আমার জীবন থেকে প্রচন্ড ঘোর লাগা তুমুল জোছনা কোথায় যেন হারিয়ে গেল।

প্রগাঢ় আঁধার রাত্রি থেকে অচেনা দুঃখগুলো একে একে বুকে তুলে নেয় আমার পরাজিত জীবন। অথচ আমি নিজে স্বীকার করি না আমার সমস্ত সত্তা পরাজয়ের নীল আবরণে আবৃত। এখন নিজেকে বড় বেশি অসহায় লাগে- যখন তোমার সাথে কাটানো অতীতের বৃষ্টিস্নাত স্মৃতিগুলো মনে পড়ে। তোমার স্মৃতি খুউব কাঁদায় মেয়ে... খুব কাঁদায়। জানো, ঘুম এখন প্রতারক। শেষ কবে নাগাদ ভালো করে ঘুমিয়েছি ঠিক বলতে পারব না। দু'চোখ এক করতে না পারার মাঝে কী পাথর চাপা কষ্ট আমি তা তোমার অনুভবের স্রোতে ভাসিয়ে দিতে পারব না।

গভীর রাতে চোখের সাথে অন্ধকার খেলা করে। যদি আমি বৃষ্টি হতাম-অঝোর ধারায় ঝরে ঝরে সবাইকে বুঝাতে পারতাম কীভাবে দু'চোখে হরেক রকম কষ্ট লালন করছি। কষ্টগুলো আমার হৃদয়ে অন্যরকম শিহরণ ছড়িয়ে দেয়। তখন সাংঘাতিক খারাপ লাগে। ভেতরে অসীম শূন্যতাগুলো আনাচে-কানাচে আশ্রয় নেয়। মাঝে মাঝে বেঁচে থাকা অনর্থক, অভিশপ্ত মনে হয়। ছুটি দিতে ইচ্ছে করে জীবনকে। হেমন্তের ঝরা পাতার গান শোনার জন্য আমি তোমাকে ভালোবাসিনি। বিষণœ বিকেলে স্বপ্নগুলো এলোমেলো করে বুক ভাসানোর জন্য আমি তোমাকে ভালোবাসিনি। আমি ভালোবেসে ছিলাম তোমার বুক থেকে কবি হেলাল হাফিজের মতো ‘হরেক রকম কষ্ট’ লুফে নিয়ে মেঘের ডানায় ডানায় ছড়িয়ে দেয়ার জন্য। পারলাম না নি®প্রভ সাগরে তরঙ্গের লহরী তুলতে। শুধু শুধু হতাশার ক্যানভাসে অতৃপ্ত স্বপ্নের জাল বোনা। আমি আশায় থাকি না হতাশা আমাকে গ্রাস করবে বলে। ঘন কুয়াশা ঢেকে গেল আমার সমস্ত জগৎ। কুয়াশা ভেদ করে প্রভা উঁকি দেয় না। আমি রাত্রিবেলা প্রহরগুলো কাটিয়ে দিই ঝরে যাওয়া তারা দেখে দেখে। শ্রাবণজলে ভেজা বিচ্ছিন্ন ভাবনাগুলো তীব্র দহনে জ্বলে জ্বলে একাকার হয়।

অশ্রু, জীবনের কিছু চাওয়া নাকি পাওয়া হয় না। মানুষের এসব কথা আমার বিশ্বাসযোগ্য মনে হত না যখন তুমি আমার পাশে ছিলে। এখন বুঝতে পারি আমার চাওয়া আকাশছোঁয়া ছিল। খুব পাষাণি হৃদয় তোমার! সত্যি কি আমি কখনো তোমার হৃদয় কুঠুরিতে দখল নিতে পারিনি? তোমায় নিয়ে লেখা কাব্যগুলো তাহলে মিথ্যে পরিণত হবে। প্লিজ, তুমি আমার কাব্য মিথ্যে করো না। না হলে এই পৃথিবী আমার কাছে বসবাসের অযোগ্য মনে হবে। ফিরে এসো আমার বন্দরে। অশ্রু, তুমি জানো না তোমাকে ছাড়া আমি কতখানি অসহায়! আমার ভালোবাসার বৃত্ত তোমায় ঘিরে। প্লিজ ফিরে এসো আমার নির্লিপ্ত প্রেম ছুঁয়ে দিতে। তুমি আসবে বলে, আমার স্বপ্নদ্বীপে স্বপ্ন বুনে যাই-শুধু তোমার প্রতীক্ষায়.......।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই