নসুয়ার কান্না | এনামুল রেজা
আমিই সে, যে তখনই মরবে যখন সময় আসবে। যতক্ষণ বেঁচে আছি, আমায় নিজের মত বাঁচতে দাও।
-জিমি হেন্ড্রিক্স
জন্ম থেকে হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে ভুগতে থাকা মহল্লার সমবয়সি ছেলেটা আজ সকালে মারা গেছে, তার মায়ের অবস্থা মাথা খারাপের মত, বন্ধুরা শোকে আপ্লুত। ছেলেটা গিটার ভালবাসতো, রাউটার দিয়ে ব্রডব্যান্ড নেট চালাতো কিংবা আড্ডায় ছিল প্রাণখোলা- এইছাড়া তাকে নিয়ে আমার বড় একটা ধারণা নেই। শুধু জানতাম, তার শারিরীক অবস্থা ভয়ানক খারাপ, স্বাভাবিক চলতে ফিরতেই যেকোন দিন সে মারা যেতে পারে। তরুণ কোনো প্রাণ ঝরে গেলে সারা মহল্লায় সেই ঝরে যাওয়ার বিষাদ সঙ্গীত বাজতে থাকে অথচ আমার নিষ্ঠুর মস্তিষ্কে শোকের বদলে জায়গা করে নিল গাঢ় মৃত্যুচিন্তা।
নসুয়া ছিল কাফন চোর, গ্রামের যে-ই মারা যেত নসুয়া তার কবর খুঁড়ে কাফন চুরি করবে। ব্যাপারটা সারা গ্রামে চাউর ছিল অথচ কখনও তাকে হাতেনাতে কেউ ধরতে পারতোনা। একবার এক বুড়ি তাকে পথে আঁটকালো।









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন