চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

প্রণয়ী দহন

প্রণয়ী দহন | তানজিনা সুলতানা  


কবিতার নীল জ্যোৎস্নায় স্নান করবো বলে
সর্বত্যাগীর মতো উল্টো পথে নেমেছিলাম
গোপন অভিসারের আঁচল সরাতেই দেখি
বহতা নদীর বুকে চর জেগেছে
ভরা পূর্ণিমার অজস্র আলোর বন্যায়
যৌবনের গলিতে সর্বনাশা ভালোবাসা
মধ্যরাতের নিষিদ্ধ তৃষিত মায়া
চা বাগানের আলো ছায়ায় ছটফট করে
নারকীয় নি:সঙ্গতা প্রণয়ের হাত ধরে
নীলকণ্ঠের বুকের গভীরে মুখ লুকায়
আবেগ-প্রেষণার পাতা খুলে দেখি
প্রণয়ের দারুণ আকাল প্রেক্ষাগৃহে
আভিজাত্যের মজবুত প্ল্যাটফর্মে
নিপীড়িত দেহমন বিপ্লবে মাতে
আগুনের জলে কি আর তৃষ্ণা মেটে!
নাগরিক জীবনের কোলাহল চাপিয়ে
টুকরো বিষন্নতা আকাশ গিলে খায়
বিদীর্ণ অন্তরের গোপন প্রাসাদে
বিরহের মোহনীয় সুর ঢেউ তোলে
অব্যক্ত মাদকতায় একাকিত্বের দহনে
মায়াপাগল প্রেমিক শূন্যে ঘর বাঁধে
জন্মপাপী কবি কেবল চেয়ে দেখে
উন্মত্ত প্রণয়ের চিরায়ত দহন

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই