চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

দাও কিছু রজনীগন্ধা

দাও কিছু রজনীগন্ধা । এইচ এম সিরাজ


আমাদের ধ্রুব আকাশে অনেক নক্ষত্র জ্বলে
আলোক ছড়িয়ে পড়ে অন্ধকার মাঝে চারদিক
গর্ব করার, বাহবা দেয়ার অনেক কিছুই
চোখ মেলে খুঁজে পাই

হঠাৎ এমন আকাশের গায়ে
কিছু কালি ছুঁড়ে দেয় কেউ কেউ
শত নক্ষত্র ঢাকা পড়ে কালির আঁচড়ে
লজ্জায় মাথা অবনত করি

তোমার চোখের বালি মুছে যাক
ভুলের পাহাড় ভেঙে তোমার মনের বাগানে
ফুটুক বোধের সুবাসিত ফুল

তোমার কালিমা নয়-
আমার দু’হাতে দাও কিছু রজনীগন্ধা


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই