স্মৃতিদের স্মৃতিচারণ | ইসরাত জাহান দোলন
কিছু স্মৃতি মিশে থাকে
রঙ ওঠা শ্লেটে,
কিছু স্মৃতি থাকে ঐ
পুতুল আঁকা প্লেটে।
কিছু স্মৃতি পড়ে থাকে
রাস্তার মোড়ে,
কিছু স্মৃতি উঁকি দেয়
সেই করিডোরে।
কিছু স্মৃতি ধূলিমাখা
চিরচেনা রাস্তায়,
কিছু স্মৃতি ফুটপাতে
মেলে খুব সস্তায়।
কিছু স্মৃতি ভাঁজ করা
ডায়রির পাতায়,
কিছু স্মৃতি জমে থাকে
গল্পের খাতায়।
কিছু স্মৃতি অগোছালো
টেবিলের নিচে
কিছু স্মৃতি রাতদিন ঘুরে
পিছে পিছে।
কিছু স্মৃতি অকারণে
ডেকে ডেকে যায়,
কিছু স্মৃতি ড্রয়ারেতে
তেলাপোকা খায় !!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন