তবু অভিমান দূর দিগন্তের | মায়া খান
মানুষদের দেখে আমি কাঁদি
আমি অভিমান করি
অথবা কখনো কখনো
হাসতে হাসতে আমি মরে যাই
মানুষেরা অন্যরকম, মানুষেরা বিচ্ছিন্ন!
চাচা শশুর বলেন, কনেবউ!
তোমার সাথে কতদিন কথা বলি না মা!
আমি ভাবি, দরকার কী
অথবা দুঃখও হয়
আমি সব রহস্য জানি চাচাজান
আপনাদের বাগানবিলাসে আমাদের দীর্ঘশ্বাস আছে!
রাজিয়া বলল, তোর মতো আমিও অভিমানী যে!
তো থাক না পাগলি, তোর অভিমান নিয়ে
মানুষেরা বিচ্ছিন্ন, কেউ কারো বন্ধু নয়
তারা একা একাই হোঁচট খায়।
সেদিন ঝিনুক কুড়াতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল
সে বলল, বাহ! তোমার রক্ত খুব সুন্দর!
আমি অবাক চোখে তাকে দেখেছি
সেদিন থেকেই আমি মানুষ দেখেছি
সেদিন থেকেই আমি অভিমানী হয়েছি
এখনো আমার মনে লেগে আছে তরতাজা
রক্তের সুন্দর গন্ধ!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন