চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

স্বগতোক্তি

স্বগতোক্তি । হাসান কামরুল


হয়তো ভবিষ্যতে অনেকেই আমার নাম করে মাতাবে জনসভা

তারা এমন সব কথা বলবে, যা শুনে

লোকে ভাববে তারা আমার নিকট আত্মীয়।

অথবা আমি এমন কেউ হোমড়া চোমড়া

যার স্তুতিগান না করলে তাদের সর্বনাশ হবে চুড়ান্ত।

 

অথচ আমি এক তন্বী কে ভালোবেসে ছিলাম

একথা তারা গোপন করবে।

আমার প্রেমে গরবিনী মেয়েটি

এক সময় সন্তান সম্ভবা ছিল,

একথা তারা গোপন করবে।

আমার প্রিয়তমা প্রেম কে ছিনিয়ে নিয়ে গিয়েছিলো শিকারি বাজ,

একথা তারা গোপন করবে।

তারা হেঁটে যাবে রাজপথে,

তারা মিছিল করবে, আমার দেখানো স্বপ্ন নিয়ে

শুধু তারা এই সত্যটি প্রকাশ করবে না।

 

কিন্তু আমি কি করবো?

আমি তো ফুটিয়েছিলাম গোলাপ,

এক তরতাজা যৌবনের বুকে।

একান্ত দু:খের চেয়ে অর্জিত গৌরবকে

বড় করে দেখার ভান আমি করতে পারবো না।

আমার শুন্য বুকে ছিল পোড়া ঘরবাড়ি,

এখানে ছিল নিশাচর পাখিদের আর্ত চিৎকার,

আমি ঘুমাতে পারতাম না

এ কথা তারা বলবে না।

 

অনেকদিন নির্জনতার কোলে মাথা রেখে ঘুমাতে চেয়েছি

অনেকদিন স্মৃতি গুলোকে বস্তাবন্দি করে

নিয়ে গেছি নদীতীরে, বিসর্জন দেবো বলে।

অনেকদিন আমি শুধু আমাকে ভুলে থাকার জন্যে

দাঁড়াইনি আয়নার সামনে।

 

তারপর কোন এক রাতে

আমাকে এই দুঃসহ যন্ত্রনা থেকে

মুক্তি দিয়েছিল কালো এক মেয়ে

আমি সামিল হয়েছিলাম আনন্দিতের মিছিলে,

একথাও তারা বলবে না

এসব তাই আমি বলছি।

 

এসব আমার স্বগতোক্তি।

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠা বেস্ট সেলার বইসমূহ

‘নক্ষত্রের খোঁজে’ প্রতিযোগিতা ২০২২ এর নির্বাচিত বই