চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

অঙ্গীকার

অঙ্গীকার | সারোয়ার রাফি   


তোমার প্রতি আমার অঙ্গীকার ছিলো
জলের, পাতার, ঐ দূর আকাশের
দুঃখ, কষ্ট, বেদনার আর ছিলো
এক বুক হতাশার!
তুমি খুলে দেখো-
এখনো রাত নামেনি সন্ধ্যার
পর ভিজে যাওয়া নীল পোশাকের
গাঢ় ছায়ায়;
টেবিলের উপর কিছু নির্যাসিত ফুল-
তবুও, আমার এই অঙ্গীকার
তুমি শুয়ে থাকো এ জীবন-
জানালার উল্লাসে কতটুকু নিবিঢ়তা।
স্তব্ধ পাহাড়ের অলসতা, বৃষ্টির গান,
কিছু ভালো লাগা;
কর্পূর ভাসাই রাতের সোডিয়াম আলোয়!
তুমি উবে যাওয়া-
ছুঁয়ে ফেলা কাঁচের হৃদয়ে
বরফের দুর্দিন;
শীতের কঠোরতায়।
প্রেম নেই-তবু অঙ্গীকার করো,
এখানে ব্যথা ছিলো না,
ছিলো শুধু তোমার একান্ত চাহিদা।


 

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই