ঝিনুক তুমি নীরবে সহো | রহমান মিজান
দুনিয়াটা কেমন যেন পানসে পানসে লাগে আমার কাছে। কোন কিছুতেই যেন আনন্দ পাই না। চারিদিকে অশান্তি আর অশান্তি। ঘরে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি, এমনকি সমস্ত বিশ্বে অশান্তি। দিন যত গড়াচ্ছে, অশান্তির মাত্রা তত তীব্র হচ্ছে। পত্রিকার খবর বা চ্যানেলগুলোর সংবাদ প্রায় সবই নেতিবাচক, ইতিবাচক নেই বললেই চলে। আমরা পৃথিবীর মানুষরা দিন দিন এমন হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে স্নেহ, মায়া-মমতা, ভালোবাসা, আদর-মহব্বত দিন দিন লোপ পাচ্ছে। আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি। চারপাশের ঘটনাগুলোর দিকে নজর দিই না। আমার এক ছোট বোন- বিথী। ক্লাস এইট-নাইনে আমি তাকে পড়িয়েছিলাম। বর্তমানে সে সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত। ঘটনাটি তার মুখ থেকে শোনা, তার ননদকে নিয়ে।
পত্র-পত্রিকায় আমরা নারী নির্যাতনের বহু ঘটনাই দেখি। কিন্তু এর চেয়ে আরো বেশি ঘটনা লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। জানাজানির ভয়ে সবকিছু মেনে নেওয়া, সয়ে যাওয়া। কবির ভাষায় যদি বলি- “ঝিনুক তুমি নীরবে সহো, নীরবে সয়ে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তো ফলাও।”









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন