পরানসখা | রিমঝিম আহমেদ
দুই.
শহরেও চাঁদ আছে মেঘেতে হয়েছে চুরমার
আমি যাকে ভুলি নাই, আমাকে সে ভুলেছে বহুবার
তোমার তিলের মতো কোমল দেখিনি কোন চাঁদ
দেখিনি তো কোনদিন। ব্রীজের ছায়ায় বসে জলও
ভাবে-কোনপথে যাবে, কী সুখের কাছে হবে লীন
হায় ছায়া, হায় মেঘ, আমিও লুকোতে চাই মুখ
প্রেমও লজ্জার নাম এক, জ্বালাময় গোপন অসুখ!
কোন সুখে ভেসে যায়, ছায়াভূক প্রেতের শরীর?
কাম-ঘাম-নুনময় রাত-ভোর প্রভাকর কীট
শব্দময় পথচলা, দেখিনি কিছুই- অন্ধ ও বধির
কাঁটার উপর ভুলে শুয়ে গেছে হৃদয়, রক্তের
ঘাগরা পরে ছুঁয়েছি, পাথুরে হৃদপিণ্ড তোমার
আত্মার বিভক্তি দিন, পাপ লিখে তোমার ঈশ্বর।
বিদায় বিষাদে ভিজি পরানসখা বন্ধু হে, আমার!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন