আশ্রয় | মোঃ আবদুল সবুর
“বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক
রয়েছে বাকি.....
ভালবাসায় বিশ্বাস রেখে।
হয়তো অচেনা মনে হতে
পারে আমাকে.....
তুমি ভয় পেয়ো না
তুমি থেমে যেয়ো না।”
যেদিন তোমার সাথে প্রথম কথা বলি, সেদিন ছিল সুদর্শন এক বিকেল। সেদিনের পর থেকে তোমার সাথে কথা বলতে আমার খুউব ভাল লাগে। আমি জানি আমার দিশেহারা লাজুক স্বপ্নগুলো কখনো তোমাকে ছুঁয়ে দেখতে পারবে না তার আপন মহিমায়। বরং তোমাকে অনেক বেশি বিব্রত করবে। তোমাকে আমি আর খুব বেশি বিরক্ত করব না। তোমাকে নিয়ে আমার স্বপ্ন কাব্যগুলো তোমার কাছে অর্থহীন প্রলাপ মনে হতে পারে, তবুও তোমাকে নিয়ে লিখছি খুব বেশি ভালবাসি বলে। তোমার জন্য আশার প্রহর গুণছি বলে।
তুমি অচেনা পথে হাঁটতে পছন্দ করো না, অথচ তুমি জানো না জীবনে অচেনা পথের প্রতিটি পরতে পরতে অনেক সুখ স্বপ্ন ছড়িয়ে থাকে। জানো, আমি অচেনা পথে হাঁটছি শুধু তোমার ছায়া খুঁজে নিতে। বলতে পারো, অচেনা পথে হাঁটতে কখন বেশি কষ্ট লাগে? যখন সাথে মনের মানুষ থাকে না। এখন তুমি পাশে নেই বলে আমার মাতাল স্বপ্নগুলো খুব অচেনা মনে হয়।
সত্যি বলছি, এখন আমার মায়াবী স্বপ্নের ঘোরে যে মুখটি চোখে ভেসে ওঠে সেটি শুধু তোমার। অথচ তুমি বুঝে না বুঝার ভাণ করো। আমার প্রতিটি নিঃসঙ্গ নির্ঘুম রাত্রি শুরু হয় তোমাকে ঘিরে। তুমি কখন যে হৃদয়ের গোপন বন্দর দখল করে নিয়েছো আমি বুঝতে পারিনি। আমার খুব বেশি ইচ্ছে করে সোনা ঝরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেড়াতে, যেখানে হরেক রকম স্বপ্নীল প্রজাপতি ওড়ে। আমি জানি, তুমি প্রজাপতি খুব বেশি পছন্দ করো। আবার কখনো বৃষ্টি ভেজা জোছনা রাতে দুজনে এক সাথে জোছনায় বৃষ্টিতে ভিজতে। জানো, তুমি ছাড়া আমার দিনগুলো খুব ভয়ানক ভাবে কাটছে। এমন বাজে সময় আমার আগে কখনো কাটেনি। আমার একটাই অপরাধ আমি তোমার ছায়ায় আশ্রয় খুঁজে নিতে চেয়েছি। শুধু তুমি নেই বলে গভীর সমুদ্রের ঢেউ হয়ে আমার সবকিছু খড়কুটোর মত কেড়ে নিয়ে যাচ্ছে প্রতিটি প্রহর। স্বপ্নগুলো কেবল দীর্ঘশ্বাসে পরিণত হচ্ছে তিলেতিলে।
জানি না স্বপ্ন-গুলো কখনো প্রাণ পাবে কিনা!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন