চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

চন্দ্রের সওদা

চন্দ্রের সওদা । তিথি আফরোজ


সওদাগরকে দেখে রৌদ্রের খরতাপ ভীত পায়ে
নদীর ওপার পাড়ি জমায়; বাতাসের হিল্লোলে
পুষ্প পল্লবের ঘ্রাণ হাজির হয় নীল ওড়নায়।

মুদ্রার প্রলেপে নয়; তীর থেকে সহসা বালিকা
অবগাহনের ছোঁয়া দিলো মুখরিত যমুনায়;
বাঁচবার ইচ্ছায়; হয়তোবা জীবন বাসনায়!
মেঘ জানে― আকাশের সঙ্গ মেলে বিষণ্নতায়।

চাহনি করুণাভরা; বন্ধুত্ব যেন অমিয়বাণী
জ্যোৎস্না ঝরায় জ্ঞান আর মাদল বাজায় সুর
যাক তবে অভিলাষী মন― একবার চন্দ্রের সওদায়।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই