চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

রাতের ভাঁজে মেঘের কান্না

রাতের ভাঁজে মেঘের কান্না । তামান্না সুলতানা রিপা


অদূরের পাহাড় সমতলে নির্জনতার দ্বিপ্রহরে ভালোবাসা কে আমি কাঁদতে দেখেছি-
জোছনার বাতায়নে বিষণ্ণ রাত্রির মগ্নতা্য় ভালোবাসা কে আমি কাঁদাতে দেখেছি-
হৃদয় খরতাপে তীব্র অনাবৃষ্টিতে ভালোবাসাকে আমি নিয়ত যন্ত্রণায় দগ্ধ হতে দেখেছি-
তবুও অনন্ত অপ্রাপ্তির সুপ্তসুখে ভালোবাসার দু’হাত ছুঁয়ে আমি বুনে যাই কল্পপ্রান্তর।
বেদুইনপথে ছড়িয়ে থাকা বুনোফুলের ভ্রষ্টবহর দেখে থমকে গিয়েছে গতিপথ-
অথচ বলতে পারিনি-
“ভালবাসা, তুমি ফিরে যাও, তোমাকে আমি চাইনা”
পাজরের নীলাভ অন্তঃপুরে আমি টের পাই- দুঃখজলের নীরব নিঃসরণ
দিগন্তশূন্য অন্ধকারে রাতের ভাঁজে মেঘের কান্নায় বিস্মিত হয়
আমার আমিত্ব শূন্য অস্তিত্ব।
ভালবাসা মানে নিরন্তর নিঃসঙ্গতার নিরাভরণ সুখ
তবুও নির্জনতার নিঃশব্দ কষ্ট বুকে চেপে দীর্ঘশ্বাসের দীর্ঘপথে হেঁটে চলি
সেই অধরা আলোর অন্বেষায়।
শত সহস্র বছরের পুরনো বিশ্বাস গুঁড়িয়ে যায় অগাধ ভালবাসার টুকরো টানাপোড়েনে-
কে যেন বিনাক্লেশে দখল করে নেয় এক শতাব্দী অনুভূতির সবটুকু-
ঘোরলাগা শৃঙ্খল কথিত বন্ধন হয়ে কেড়ে নেয় ভিজে বিকেলের সুখানুভূতি -
তবুও ভালবাসা আমি তোমার সাথেই জীবন বদল করতে চাই।

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই