চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

টাই কাহন

টাই কাহন | জাহাঙ্গীর চৌধুরী


গলায় টাই ঝুলানোর অধিকার নাকি শুধু গ্রাজুয়েটদেরই আছে।অর্থাৎ যারা সরকারি/বেসরকারি কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন তারাই শুধু গলায় টাই ঝুলাতে পারবেন। টাই ঝুলাতে পারলেও বর্তমানে ব্যাচলররা কিন্তু বাড়ির মালিকদের জন্য আতংক। বাসা ভাড়া দিতে চায় না কেউ। কিছুদিন পর ব্যাচলরদেরকে কেউ মেয়েও বিয়ে দিবে না!!

বাড়ির মালিক গতকাল জিজ্ঞেস করল- ভাই,আপনি কি ব্যাচেলর?
আমি বললাম- না ভাই, আমি মাস্টার্স।
তিনি বললেন -না মানে, বউ আছে কিনা জানতে চাইতেছি?
আমি বললাম -আলহামদুলিল্লাহ, নিকাহ সেই ছোট বেলাতেই সেরে নিয়েছি। এমনকি আমাদের গোষ্ঠীতেও কেউ ব্যাচেলর নেই!
তিনিও বললেন- আলহামদুলিল্লাহ।

টাই কিন্তু কেজি স্কুলের ছাত্র/ছাত্রীরাও গলায় ঝুলায়। আমার ভাতিজা ছোটটা প্যান্ট না পড়লেও টাই পড়তে ভুলে না। ইন্সুরেন্স কোম্পানীতে, মার্কেটিং এ জব করে তারা টাই একটা গলায় দেয় আরেকটা পকেটে নেয়। কারণ হাত মুছতে মুছতে একটা ময়লা হয়ে গেলে যেনো আরেকটা ইউজ করা যায়। টাই পড়লে অনেকে আবার বলে যে এটা নাস্তিকদের লেবাস! নাস্তিকরা তো লুঙ্গী/প্যান্ট পড়ে, সেটাও কি তাহলে...

যোগ্যতা অনুযায়ী বেশ ধরাটাও যোগ্যদের লক্ষণ। এই গরমে আমি কোট/টাই পড়ে ঘুরলে আপনারা নিশ্চয় বলবেন যে, প্যাডত নাই ত্যানা, মিডা দি ভাত হানা!

কিন্তু পয়সাওয়ালা কেউ যদি ঘুমাতেও কোট পড়ে তাহলে আপনারা মাইন্ড করবেন না। কারণ তারা হাগুও করে এসি বাথরুমে। আমাদের মতো আল ছালাদিয়া ঢাকা থ্রি রিং টাট্টি ওনারা ইউজ করেন না। যাই হউক, বলছিলাম টাই এর কথা। কিছুদিন আগে এক লোক নাকি রিকশায় টাই পেচিয়ে মারা গিয়েছিলেন। এরপর থেকে খুব সাবধানে টাই পড়ি। টাই পকেটে করে নিয়ে যাই, অফিসের সামনে গিয়ে গলায় ঝুলাই। বাবার টাকা খরচ করে পড়ালেখা করে কোনোরকমে টেনেটুনে এম এ পাশ যেহেতু করেছি টাই ঝুলানোর যোগ্যতাও নিশ্চয় অর্জিত হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, পোষাক/লেবাস কি মানুষকে ভদ্র করে? যদি সে মনের দিক থেকে ভদ্র না হয়?

জঙ্গীদের গায়ে জোব্বা, পাঞ্জাবী। কিন্তু ওরা মানুষের প্রাণ নেয়। অথচ এই পোশাক একসময় শান্তির বার্তা বহন করতো। সুতরাং পোষাক নয়। আসুন মন বদলাই। জীবন যাত্রার মান বদলাই। যোগ্যতা পোষাকে নয়-- স্বভাবে। তাই স্বভাবটাই দেখুন, পোশাক নয়।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com, chilekothasahittobd@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই