পরানসখা । রিমঝিম আহমেদ
চার.
মরিয়া শব্দের ঝাঁক হৃদপিণ্ডে করে কোলাহল
এই খানে হাত রাখো, এই পাশে বিশুষ্ক কঙ্কাল
এই পারে জল-নদী; ওই পারে শাদা কাশবন
কুয়াশা মোড়ানো দিন খুলে রাখে মলিন বসন
রোদের ঝালর মেলে হেসে ফে'ল মদির বিকেল
বিরহিত অনুভব মেখে দিয়ে গাঙচিল ডানায়
পাহাড়ের কূল ঘেঁষে সরীসৃপ নেমে গ্যাছে দূরে
মায়াময় বন এক ছায়া পেতে ডেকে নিয়ে যায়
কখন প্রহর কাটে নদীর ঘাটের পাশে একা
সাঁতার শিখিনি বলে দেখিলাম মৃত্যুযোগ-স্বীয়
ধৃষ্টতার মর্ম ছিঁড়ে বেদনারা বেজে যায়, ফাঁকা
সোনার হরিণী খোঁজো-তুমি আজন্ম শিকার-প্রিয়
যাহারে চিনেছে মন শুধু এক হৃদয় দিয়েই
নদীতীরে তরী ডোবে ভালোবাসা ভিড়াতে গেলেই
আয়োজন সারা হলে পড়ে থাকে অহংচূর্ণ-হার
ভাঙা-পথে বসে থাকি পরানসখা বন্ধু হে আমার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন