উপলব্ধি । হোমস সাঞ্জুর
নিস্তব্ধতা ভেদ করে
দ্রুত সাইরেন বাজিয়ে এম্বুল্যান্স
ধুলো-কালো পিচ মাঁড়িয়ে ধেয়ে চলছে.....
আমি অস্পষ্ট গ্লাসের ফাঁকে
স্পষ্ট দেখেছি মুমূর্ষু রোগীর নাকে
অক্সিজেন মাস্ক!..
আহা! ওরা যদি বুঝতো!
হতে কি পারেনা আগামী কাল আমি
তুমি সাইরেন গতিতে ধেয়ে চলা যানে
অস্থির মৃত্যু প্রহর গুনি?
অথবা শব বাহীর নিথর আরোহী?
আহা! যদি ওরা বুঝতো!....
কবিতা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন