ঈশ্বর প্রার্থনালয়ে থাকেন না
ঈশ্বর প্রার্থনালয়ে থাকেন না । শাদ ইরশাদ
(হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খৃস্টান ধর্ম, ইসলাম ধর্ম- কোথাও সন্ত্রাস-অরাজকতার সুযোগ নেই। যারা ধর্মের দোহাই দিয়ে অরাজকতা করে তারা কখনই “ধর্মীয়” সন্ত্রাস নয়, তারা কেবলই “সন্ত্রাস”। যারা ধর্মীয় বিষবাস্প ছড়ায় তাদের প্রতি ঘৃণা। পৃথিবীর সকল ধর্মই মানবিক, কিছু লোভী কীট কেবল বিষ ছড়ায়। কিছু স্বার্থলোভী মানুষের কাছে বাকী পৃথিবীর সকল মানুষ যেন হেরে না যায়। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে লোভীদের প্রতিহত করি। দৃঢ় করি মানবিক বন্ধন। মানবতার জয় হোক। পুনশ্চ: আমেরিকা থেকে আফ্রিকা, ইকার থেকে মিশর, মায়ানমার থেকে তুরস্ক, নাসিরনগর থেকে গুজরাট পৃথিবীর সকল ধর্মের সকল মানুষের উপর যে সন্ত্রাস চলছে আমার এই কবিতা তারই প্রতিবাদ।)
আমার মত ওরাও জানে
বাবরি মসজিদে আল্লাহ থাকেনা।
তবুও গম্বুজের চুড়ায় উঠে হাতুড়ি হাঁকায়,
হাতুড়ির আঘাতে মসজিদ ভেঙ্গে পড়ে
তাতে আল্লার কিছু যায় আসেনা
সেকথা আমার মত ওরাও জানে।
তারপরও কিছু স্বার্থলোভী
ধর্ম ব্যবসায়ীর দল
ধর্মের দোহায় দিয়ে মসজিদ ভাঙ্গে,
বিষ ছড়ায় মানবতার উপত্যকায়।
আর আমরা কিছু বোকার স্বর্গে বাস করা
অনু-মানুষ
জাত-ধর্ম গেল গেল বলে অশান্তিময় করি
শান্তির জনপদ।
মাঝখানে লাভ হয় ধর্মব্যবসায়ী লোভীদের।
আমার মত ওরাও জানে
গির্জায় ঈশ্বর থাকেনা।
তবুও গির্জায় গ্রেনেড মারে ওরা,
গ্রেনেডের আঘাতে চুর্ণবিচুর্ণ হয়
মানুষসহ পাথরের দেয়াল,
রক্তে লাল হয় ঈশ্বরের পাটাতন,
তাতে ঈশ্বরের কোন ক্ষতি নেই
সেকথা আমার মত ওরাও জানে।
তারপরও কিছু স্বার্থলোভী
ধর্ম ব্যবসায়ীর দল
ধর্মের দোহায় দিয়ে গির্জা ভাঙ্গে,
অশান্তি ছড়ায় মানবিক উপত্যকায়।
আর আমরা কিছু বোকার স্বর্গে বাস করা
অনু-মানুষ
জাত-ধর্ম গেল গেল বলে বিষময় করি
শান্তির জনপদ।
মাঝখানে লাভ হয় ধর্মব্যবসায়ী লোভীদের।
আমার মত ওরাও জানে
মন্দিরে ভগবান থাকেনা।
তবুও ওরা রড লাঠি নিয়ে হামলা চালায়,
আঘাতে ভেঙ্গে পড়ে একএকটা দেবদেবী,
মানুষের রক্ত আর সিঁধুরের রঙে
একাকার হয় দেবতার আসন,
তাতে ভগবানের কোন ক্ষতি নেই
সেকথা আমার মত ওরাও জানে।
তারপরও কিছু স্বার্থলোভী
ধর্ম ব্যবসায়ীর দল
ধর্মের দোহায় দিয়ে মন্দির ভাঙ্গে,
বিষ ছড়ায় মানবিক উপত্যকায়।
আর আমরা কিছু বোকার স্বর্গে বাস করা
অনু-মানুষ
জাত-ধর্ম গেল গেল বলে বিষময় করি
শান্তির জনপদ।
মাঝখানে লাভ হয় ধর্মব্যবসায়ী লোভীদের।
সব অংকে লোভীদের লাভ হয়
ধর্মীয় উত্তেজনায়, সহিংসতায়
ওদেরই পেট ফুলে, বাড়ে ব্যাংক ব্যালেন্স
টালমাটাল হয়
ঈশ্বরের একত্ববাদ আর মানুষের ভ্রাতৃত্ববোধ।
তবে ওরা জানেনা
মানুষের বিশ্বাস এবং কর্মে থাকেন
ঈশ্বর, আল্লাহ, ভগবান।
ওরা জানেনা আমরা কিছু মানুষ
ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে
ধর্মের আমুল পাল্টে দিয়েছি মানবতায়।
কর্মে এবং বিশ্বাসে মানুষ ভালবেসে
প্রাণপ্রিয় মাতৃভূমি ভালবেসে
আমরা একেকজন হয়ে উঠি মানবিক......।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন