ভালোবাসার বিবর্ণ স্বপ্ন || তানজিলা তাজনীন চৌধুরী নিশু
ভালোবাসাময় এই পৃথিবীতে মানুষ ভালোবেসে এখনও অপরাধী হয়। সময়ের স্রোতে কিছু ভালোবাসা কারো কাছে অর্থহীন হয়ে পড়ে। ভালোবেসে কালো রক্তের প্রতিটি প্রহর কাটে নির্ঘুমে। ভালোবেসে বিকেলে একাকি হয় তবুও মানুষ ভালোবাসে। ভালোবেসে স্বপ্নময় মানুষগুলো স্বপ্ন কেনে দু’চোখ ভরে। আবার জলে দামে স্বপ্ন বিকিয়ে কষ্ট নেয় দু’হাত ভরে। স্বপ্নচারী মানুষগুলোর স্বপ্ন নষ্ট হয়। ভালোবাসার স্বপ্ন হারিয়ে তারা নিঃসঙ্গ হয়। কারণ ভালোবাসার দেবী তাদের দিকে মুখ ফেরায় না, যারা ভালোবাসার মূল্য দিতে জানে তাদের স্বপ্ন কখনো পূরণ হয় না। তবুও পৃথিবীতে স্বপ্নচারী মানুষগুলো এখনও স্বপ্ন দেখে, প্রাণভরে ভালোবাসে। কারণ স্বপ্ন ক’জন দেখাতে পারে?
এখনও ‘ভালোবাসি’ বলতে সাহস হারাইনি, এখনও স্বপ্ন দেখি, উদাস হতে পারি। কারণ এখনও আকাশ আছে। চোখ খুললেই আকাশ দেখতে পারি। এখনও সন্ধ্যাতারা আছে, যার চোখে চোখ রেখে কিছু মুহূর্ত মৌন থাকতে পারি। এখনও গোধূলির সোনালি রঙ আছে যা দিয়ে চোখ স্বপ্ন এঁকে; এ চোখ আবার পথ হারাতে পারে। আর আছে কিছু প্রিয় মানুষ, যাদের ভালোবেসে একা থাকা যায়। মাপকাঠি নয়, হৃদয়ের গভীরতায় তাদের ভালোবাসা আমার ভালোবাসাকে ছাড়িয়ে পূর্ণতার শেষ সীমানায় পৌঁছে যাবে। অতটুকু ভালোবাসতে হয়ত পারি না। তবুও তারা আছে বলে স্বপ্ন দেখতে পাই। অধিকার রাখি তাদের এতটুকু বলার ‘ভালোবাসি’।
জানি, কেউ কারো নয়। একদিন সব শূন্যতায় মিশে যাবে। চলে যাবার ভেলায় একদিন সবাই চলে যাবে। ব্যস্ত হবার মেলায় সবাই একদিন নিঃসঙ্গ হবে। জীবনের খেলাঘরে, ভালোবাসার স্বপ্ন বিবর্ণ হবে। বিষাদের স্বরলিপি রচনা করতে করতে, হতে হবে ধূসর কবিতা। সুরের কবিতার সময়গুলো হয়ে যাবে স্মৃতির ডায়েরি, ধুলোপড়া স্মৃতির পাতা। প্রিয় মানুষগুলোর হবে ভালোবাসার বিবর্ণ স্বপ্ন। হয়ত হবে না, অনেক কিছু। তবে জানি, জোছনাস্নাত রাতে কিছু মানুষের কথা ভেবে আনমনা হব। বিষণ্ন বিকেলে প্রিয় সূর্যডোবা দেখে চোখদুটি আরও বিষণ্ন হবে।









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন