চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

ভালোবাসার বিবর্ণ স্বপ্ন

ভালোবাসার বিবর্ণ স্বপ্ন || তানজিলা তাজনীন চৌধুরী নিশু  


 ভালোবাসাময় এই পৃথিবীতে মানুষ ভালোবেসে এখনও অপরাধী হয়। সময়ের স্রোতে কিছু ভালোবাসা কারো কাছে অর্থহীন হয়ে পড়ে। ভালোবেসে কালো রক্তের প্রতিটি প্রহর কাটে নির্ঘুমে। ভালোবেসে বিকেলে একাকি হয় তবুও মানুষ ভালোবাসে। ভালোবেসে স্বপ্নময় মানুষগুলো স্বপ্ন কেনে দু’চোখ ভরে। আবার জলে দামে স্বপ্ন বিকিয়ে কষ্ট নেয় দু’হাত ভরে। স্বপ্নচারী মানুষগুলোর স্বপ্ন নষ্ট হয়। ভালোবাসার স্বপ্ন হারিয়ে তারা নিঃসঙ্গ হয়। কারণ ভালোবাসার দেবী তাদের দিকে মুখ ফেরায় না, যারা ভালোবাসার মূল্য দিতে জানে তাদের স্বপ্ন কখনো পূরণ হয় না। তবুও পৃথিবীতে স্বপ্নচারী মানুষগুলো এখনও স্বপ্ন দেখে, প্রাণভরে ভালোবাসে। কারণ স্বপ্ন ক’জন দেখাতে পারে?
এখনও ‘ভালোবাসি’ বলতে সাহস হারাইনি, এখনও স্বপ্ন দেখি, উদাস হতে পারি। কারণ এখনও আকাশ আছে। চোখ খুললেই আকাশ দেখতে পারি। এখনও সন্ধ্যাতারা আছে, যার চোখে চোখ রেখে কিছু মুহূর্ত মৌন থাকতে পারি। এখনও গোধূলির সোনালি রঙ আছে যা দিয়ে চোখ স্বপ্ন এঁকে; এ চোখ আবার পথ হারাতে পারে। আর আছে কিছু প্রিয় মানুষ, যাদের ভালোবেসে একা থাকা যায়। মাপকাঠি নয়, হৃদয়ের গভীরতায় তাদের ভালোবাসা আমার ভালোবাসাকে ছাড়িয়ে পূর্ণতার শেষ সীমানায় পৌঁছে যাবে। অতটুকু ভালোবাসতে হয়ত পারি না। তবুও তারা আছে বলে স্বপ্ন দেখতে পাই। অধিকার রাখি তাদের এতটুকু বলার ‘ভালোবাসি’।
জানি, কেউ কারো নয়। একদিন সব শূন্যতায় মিশে যাবে। চলে যাবার ভেলায় একদিন সবাই চলে যাবে। ব্যস্ত হবার মেলায় সবাই একদিন নিঃসঙ্গ হবে। জীবনের খেলাঘরে, ভালোবাসার স্বপ্ন বিবর্ণ হবে। বিষাদের স্বরলিপি রচনা করতে করতে, হতে হবে ধূসর কবিতা। সুরের কবিতার সময়গুলো হয়ে যাবে স্মৃতির ডায়েরি, ধুলোপড়া স্মৃতির পাতা। প্রিয় মানুষগুলোর হবে ভালোবাসার বিবর্ণ স্বপ্ন। হয়ত হবে না, অনেক কিছু। তবে জানি, জোছনাস্নাত রাতে কিছু মানুষের কথা ভেবে আনমনা হব। বিষণ্ন বিকেলে প্রিয় সূর্যডোবা দেখে চোখদুটি আরও বিষণ্ন হবে।
তাদেরই কিছু ভালোবাসার কথোপকথন....
১. ‘হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, দুঃখ দিয়ে ছুঁই।- বন্ধু, আমি ডায়রি লিখি না। তোর চোখ দেখলেই আমি আমার কষ্টের তীব্রতা বুঝি। কষ্টবতী দেবী, তোর কষ্টগুলোকে ভালোবেসে পূজা করব। কষ্টের মন্দিরে সম্মানটুকু নিতে ভুলে যাবি নাতো?
২. ‘তোর একটা, দুইটা, তিনটা কষ্ট- একটা, দুইটা, তিনটা দুঃখ জমা করে রাখ। যখন দেখা হবে আমার সুখের সাথে অদল-বদল করে নিস।’- বন্ধু, আর কতবার দেখা হবে? জানি, তোর মত মহামানুষদের কোন সুখ নেই। তুই তোর জায়গায় থাক। হারাবার ভয়ে নিচে নামিস না। মহামানুষদের হারাবার ভয় থাকতে নেই। আমরা সবাই তোর মত হব। যদি কোনভাবে ঝরে পড়ি, পথভোলা এই সাধারণ মানুষটিকে কি তোদের দলে নিবি?
৩. ‘নিজের জন্য ভালোবাসিস, আবার নিজের জন্য ভুলে যাস।’- অভিমানী বন্ধু, ভুলে গিয়ে তোদেরকে ভালোবাসি। ভালোবেসে দূরে দূরে থাকিস। পাছে বুঝে ফেলি। পৃথিবী বদলে যাবে, নতুন মানুষ আসবে, ‘ভালোবাসি’ বলার ধরণ পাল্টে যাবে, তবুও মানুষ বলবে ‘ভালোবাসি’। কারণ, ভালোবেসে কেউ ভাল থাকে না।
৪. ‘জীবন কারো জন্য থেমে থাকে না, সে আপন গতিতে চলে। ভালোবাসি ঠিক আগের মত।’- বন্ধু, জীবন থেমে থাকে না, কিন্তু কারো জন্য কিছু শূন্যতা থাকে। যার কূল-কিনারা থাকে না। তোর সুন্দর দুটি চোখে অনেক অশ্রু ঝরিয়েছি। তার বিনিময়ে শুধু হাসিই দিলি। তোর কাছ থেকে কিছু কষ্ট পাওনা থাকল। আর আমার কাছ থেকে কিছু অশ্রু। একদিন আচ্ছা করে কাঁদিয়ে নিস।
৫. কালো শোকের রঙ, তা সবার। নীল কষ্টের রঙ, তা কিন্তু একান্ত নিজের।’- ভালোবেসে রোদ্দুরের কাছে বাজিতে হারলাম। বন্ধু, কখনো চাই নি, আমার চোখের কাজল কারো জন্য মুছে যাক। অদ্ভুত, কেউ আমার চোখের কাজল হল, আমার চোখের নদী হয়ে বয়ে গেল। ভালোবাসার জন্য অপরাধী হলাম। প্রিয় কিছু মানুষ-যারা প্রতিনিয়ত আমাকে স্বপ্ন দেখায়। ভালোবাসার প্রেরণা দেয়। যাদের দেবার মত আমার কিছুই নেই। তবুও বলি, প্রিয় মানুষের প্রত্যেককে- ‘আমার কিছুই নেই- আছে শুধু করুণ কম্প টলোমেলো একরাশ বিষন্ন স্বপ্ন- সেই স্বপ্নগুলো আমি বিলিয়ে দিয়েছি সমস্ত সড়কে, তুমি আস্তে হাঁটো- তোমার পায়ের নিচে ডুকরে ওঠে দীর্ঘশ্বাসের চেয়েও কোমল কাতর আমার বিষণ্ন স্বপ্ন।’ (হুমায়ুন আজাদ)
জানি, কেউ কারো নয়। একদিন সব শূন্যতায় মিশে যাবে। চলে যাবার ভেলায় একদিন সবাই চলে যাবে। ব্যস্ত হবার মেলায় সবাই একদিন নিঃসঙ্গ হবে। জীবনের খেলাঘরে, ভালোবাসার স্বপ্ন বিবর্ণ হবে। বিষাদের স্বরলিপি রচনা করতে করতে, হতে হবে ধূসর কবিতা। সুরের কবিতার সময়গুলো হয়ে যাবে স্মৃতির ডায়েরি, ধুলোপড়া স্মৃতির পাতা। প্রিয় মানুষগুলোর হবে ভালোবাসার বিবর্ণ স্বপ্ন। হয়ত হবে না, অনেক কিছু। তবে জানি, জোছনাস্নাত রাতে কিছু মানুষের কথা ভেবে আনমনা হব। বিষণ্ন বিকেলে প্রিয় সূর্যডোবা দেখে চোখদুটি আরও বিষণ্ন হবে। বৃষ্টিমুখর দুপুরে দুটি হাত আনমনে বৃষ্টিতে ভিজবে। সন্ধ্যার আবছায়ায় কিছু মানুষের কথা ভেবে মন পলাতক হবে। নাইবা থাকুক কিছু, তবুও ভালোবাসাময় সেই বিবর্ণ স্বপ্নের শবদেহকে ভালোবাসা যায় নিজের চেয়ে বেশি- ছড়িয়ে দেওয়া শুকনো ফুলকে আগলে রাখা যায় জীবনের শেষ বিন্দু পর্যন্ত। ভালোবাসার বিবর্ণ স্বপ্নকে ভালোবেসে কাটিয়ে দেওয়া যায় প্রিয় বিকেলের শান্ত সময়।
ক্রিস্টিনা রোসেটির ভাষায়-
“Love strong as death is dead
Come let us make his bed
Among the dying flower:
A green turf at his head
And a stone at his feet,
Where on, we may sit
In the quiet evening hours.”

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই