শরীর ও মন বিন্যাস | আলামিন হোসেন হৃদয়
কি অদ্ভুত যন্ত্রণা আমাদের
দাম্ভিক শরীরে অশরীরী তৃষ্ণা
ব্রহ্মচারীর হস্তমৈথুনে বিধ্বস্ত আদর্শ
বৈসাদৃশ্যের ক্রোধে বিদ্রোহ করে শরীর ও মন।
আমি বুঝতে চাই,
সন্ন্যাসের খরা ভূমিতে কোমল বৃষ্টির ছন্দ
আকাশের তারা এবং প্রেয়সীর স্তনের রহস্য।
আমি জানতে চাই,
নারীর যোনী অন্ধকারে সৃষ্টির আস্ফালন
প্রতিটি স্নায়ুতে নারী কত সুর ধারণ করে।
আমাকে, তোমাকে এবং আপনাকে
শিল্প, শান্তি এবং স্বস্তির স্রোতে বিহ্বল করে দেয় নারী অস্তিত্ব
তাই সবাই আজো ধর্ষণ ও ভালোবাসায় নারী পূজো করি।
ঈশ্বর জানেন,
আমার পূর্ব পুরুষ এবং আমি ধর্ষক নই
আমার প্রপিতামহ চাষ করতেন এবং
আমি হস্তমৈথুন ও হত্যার ষড়যন্ত্র কষি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন