চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

রেশম আদর ঘর

রেশম আদর ঘর । নাজমুন্নিছা নিঝুম 


স্বপ্ন দুঃস্বপ্নের মাঝামাঝি
গত শীতে
তোকে চোখ দুটো জমা দিয়েছিলাম, বিপরীতে বলেছিলিস
আমায় একটা ঘর দিবি
চোখগুলোতে যেমনি আঁকা
পাশেই একটা কাঁচা পথ
ঘাস বুকেতে আঁকাবাকা।

ঘর কি আমার নেই নাকি রে?
আছে, তবে অন্যরকম।
কেমন কেমন?
আদরবিহীন।

তোরটা যেমন?
আমার ঘরের নাম শুনবি?
তোর বিধাতার দিব্যি দিলাম
ঠকবিনা তুই,
ও আমার কোমল পেলব
লোমশ বুকে
রেশম আদর ঘর,
দাওয়ার পাশেই কদম গাছে বাতাস নাচে
সারাটা দিনভর।

থাকবি নাকি
ও আমার কোমল পেলব
লোমশ বুকে রেশম আদর ঘর।


মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই