একদিন রাস্তায় | এম কে ইসলাম (মাটির ময়না)
বাসে হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমানোর মজাই আলাদা। সেই জন্যই দুসিট দখল করে বসা। সবে মাত্র বাসটা এ১৩ দিয়ে মটরওয়েতে উঠার জন্য তড়িঘড়ি করছে। না, ঘুমানোর সময় হয়নি এখনো। সবচেয়ে বড় কথা হলো ঘুম অবশ্য তেমন করে আসেনি এখনো। না আসার হেতুটা বুঝতে পারছিনা। নরমাল সময়ে সারা রাত কাজ শেষ করে বাসা এসে বিছানায় গা এলিয়ে দিতেই সাত সমুদ্দুর তের নদী পারি দিতে ২ সেকেন্ড সময় লাগেনা আর এখন কি হয়েছে আল্লাহ জানে। সারা রাত চাকুরী শেষ করে এখন যাচ্ছি ৮ ঘন্টার বাস ভ্রমন করে গ্লাসগো। আর কি আজব ব্যাপার আমার চোখে ক্লান্তির ছায়াটুকু নেই। শুনেছি মানুষ যখন চাপের মুখে থাকে তখন তার স্নায়ুগুলো তাড়িত হয় খুব বেশী। তাই শারীরিক ক্লান্তিটা খানিকটা সময়ের জন্য বোধ করেনা। কিন্তু যখনই চাপ কমতে থাকে তখনই ক্লান্তি জিনিসটা ভর করতে থাকে ভুতের মত। আমার বেলায় হয়তো তাই হয়েছে এখন। ঘুম আসবে হয়তো একটূ পর সদলবলে। আমার অবশ্য তাতে কোন আপত্তি নেই আমি তো বসেই আছি তাদের আপ্যায়নে।
- আপনি এখন আর দুনিয়াতে নেই। আপনি গত হয়েছেন ১১ বছর হলো। জি না এটা পরপার না। এটা মধ্যপার। দুনিয়া পার করার পর পরপারে যাবার আগে এই অংশটা হচ্ছে মধ্যপার। এখানে আমরা মানুষের তিনটে করে অপূর্ণ স্বপ্ন পুরণ করে থাকি।









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন