আমি নিশাচর | শাদ ইরশাদ
আমি নিশাচর, রাত্রির ঠোঁট খাই
জোছনার আঙুল নিয়ে
খেলি সারারাত।
চাঁদের বুকজুড়ে আঁকি
আদিম চিত্রকলা।
আমি রাতজাগা আদিম সৈনিক।
দু’আঙুলের ডগায় যাদু দেখাই
থরথর কাঁপাই
অপরাজিতার লতা।
ঘাসফুল চুপচাপ ঘাস হয়ে যায়
জিহ্বা নেয় শিশিরের স্বাদ।
আমি খুব ভোরে জেগে উঠা
আদিম সৈনিক।
শূণ্য দশকের কবি। সম্পাদক-জয়যাত্রা।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন