চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

আমার বেদনাগুলো

আমার বেদনাগুলো | সারোয়ার রাফি


কোন সীমানায় দেখেছি তোমায়,
এক মুমূর্ষু শীতের আত্মতৃপ্তিতে-
জ্যোৎস্নার পরিশিখায় জ্বালাও আমাকে!
এ নদী যেভাবে ছুটে যায়,
এক রাশ বেদনার সাথে।

চারিদিক চেয়ে থাকা
শুধু চশমার ফাঁক দিয়ে গড়িয়ে পড়া জলে
কি লিখব আমি?
কিছু শুকনো ফুল রেখে দেওয়া টেবিলে;
এ প্রচ্ছন্ন মুখ আমি হারিয়েছি বহু আগে।

তুমি কি এখনো জেগে আছো,
আমার মধ্যে
শহুরে পাতায়?
নির্ঘুম হয়ে হাঁটি-
কোন পথ সেটা?
আমার বেদনাগুলো পোড়ায় কবিতা!

চাঁদ উঠেছিল এ গভীরে,
যেভাবে-  ‘প্রেম নেই’ এই শব্দগুলো লিখে যাই
তোমার নখে!
আমি খুঁজে পাই-
কোনো এক যুবকের ঘ্রাণ লেগে আছে তাতে!
শরতের সাথে বসে থাকা আর
চিঠিতে ভরা নমনীয়তা!
তুমি খুঁজো না আর; জমাট বেধে রাখো
স্মৃতিগুলো-পড়ে থাকুক একান্ত চাহিদায়
ভালবাসায় আমি পাল্টাই,
পাল্টাব মৃত্যুর আঙ্গিনায়।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com, chilekothasahittobd@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই