মেয়ে জন্ম | তাকিয়া সুলতানা
মেয়ে হয়ে জন্মানো কি দোষের? ছেলেরা যেখানে অনার্স, মাসটার্স করে ব্যবসা কিংবা চাকুরি করে সেখানে মেয়েরা শুধু এসএসসি, এইচএসসি পাশ করলেই কি বোঝা হয়ে যায়? যদি হয় তবে একটি মেয়ে স্বাভাবিক ভাবেই মনে করতে পারে, এই পড়ালেখার প্রয়োজনটা কি? যে পড়ালেখা শুধু মাত্র এসএসসি বা এইচএসসি পর্যন্ত সীমাবদ্ধ থাকে? আগেই জানতে পারলে মেয়েরা হয়তো মনের মধ্যে স্বপ্ন লালন করত না। এটা হবো, ওটা হবো, এটা করব, ওটা করব না- এত কিছু ভেবে রাখত না। ভাবতে চেষ্টা করতো কোন রকমে এসএসসি বা এইচএসসি পর্যন্ত পড়াশুনা শেষ করলেইতো হল। স্বপ্ন দেখে দেখে বিভোর হত না।
বেশি পড়াশুনা করলে বুড়ো হয়ে যাবে। ভালো ছেলে পাওয়া যাবে না বিয়ে দেয়ার জন্যে। তাহলে এর মানে কি এই যে, এসএসসি/এইচএসসি পাশ মেয়েদের জন্যে সব সুপাত্রের ঢল বইছে? সবসময় কি এদের জন্যে শিক্ষিত, চরিত্রবান পাত্ররাই আসে? অনেকের কপালেতো অশিক্ষিত ব্যবসায়ী পাত্ররাও আসে। কারো কারো কপালে জোটে দুশ্চরিত্রবান স্বামী। তাহলে এমন কেন ভাবা হয়, বেশি পড়াশুনা করলে ভালো পাত্র পাওয়া যাবে না?









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন