চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

প্রলেপন

প্রলেপন । মীর হাবীব আল- মানজুর


(নেসার ভাইকে....)

বিভাবন ক্রিয়াকর্মে প্রলেপ দিয়ে দিনাতিপাত
রুধির প্রোজ্জ্বল আলোক-শক্তিকে করে নিঃশেষ;
কে যেন কাঁপিয়ে যায়—যেন অস্থির জলপ্রপাত;
স্নিগ্ধ কোনো ভাবনা নয়, স্বতন্ত্র মৃত্যুর কোশেশ।

এ কোন কীটাণুকীট? এভাবে নিসূদকী কামড়
দিয়ে করে রক্তশূন্য, ফ্যাকাশ, বিবশিত, ধবল
এ কোন জীবাণুজীব? দংশনে অসহ কাতর?
নীরবে বৃশ্চিক সই, প্রঘাতে প্রহত বিহ্বল।

প্রাতিস্বিক সারল্যে ভাবছিলাম কাটবে জীবন,
অথচ গরল আর মৃণালে ভরা বিকারগ্রস্ত
প্রতিসর আঁধারে জারি হয়েছে মৃত্যুর সমন;
সহস্র ময়াল খেলছে, যেন এ গ্রোটেস্ক মনস্তত্ত্ব।

দেহজ দোজখে কোন অচেনা এ চিন্তা ও চিন্তক?
উদ্বাহু আমি, ধরো, হে মহা মৌনী অরূপ একক!


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই