চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

যত্নে রেখেছি একটি গোলাপ তোর জন্যে

যত্নে রেখেছি একটি গোলাপ তোর জন্যে ।। এবিএম সোহেল রশিদ


শুনলাম মুছে ফেলেছ সব চিহ্ন
নাকে নাক ঘষে দেয়া
ঠোঁটের আবীর শুষে নেয়া
আঙ্গুল ডগায় খেলা করা ধ্রুপদী নৃত্য
মুছে ফেলেছ আকাশে জমা শিশির
আঁচলে বাঁধা রঙ
স্থাবর অস্থাবর লেনদেন
নৈকট্যের চিত্রনাট্য
যা ছিলনা সহজ পাঠ্য
বুক পাঁজরে রাখা বসবাসের শিবির।
শুনলাম ধ্বংস স্তূপের নীচে সমস্ত অনুভূতি
পরিত্যক্ত যোগাযোগের অনুষঙ্গ ও উপকরণ
শুনলাম হাজার পর্দার আড়ালে মথুরা পিরিতি
চার দেয়ালের কাব্যে শরীরী আগুনে বোধের দহন
ভুলতে কি পেরেছ নাভিমূলের কথন
স্নানের নিত্য নতুন কলা কৌশল
মধ্য রাতের জোনাকি মিছিল
ভুলতে কি পেরেছ চূড়ায় জমাট গোধূলি
মালভূমিতে আগামীর চাষাবাদ
নির্দ্বিধায় খুলে দেয়া গুপ্ত খিল
ধোঁয়াশার পথ ছেড়ে এসো বুক অরণ্যে
যত্নে রেখেছি একটি গোলাপ তোর জন্যে।

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই