প্রতিশোধের রকমফের । জাহাঙ্গীর চৌধুরী
প্রতিশোধ নেওয়ার অনেক গুলো ধরণ আছে। আমি নিজের কথাই বলছি, একান্ত ব্যক্তিগত মতামত। আচ্ছা, আপনি যদি কাউকে ভালোবাসেন অর্থাৎ আপনার হৃদয়ে তার জন্য জায়গা তৈরী হয়ে যায় তবে আপনি তাকে কতোটা আঘাত করতে পারবেন? ভালোবাসার মানুষটির প্রতি কোনো আঘাত করতে গেলে সেই আঘাতটি কি আপনার হৃদয়ে লাগবে না? যেহেতু তাকে আপনি আপনার হৃদয়ে স্থান দিয়েছেন।
আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে বাসেনা। সে আপনার ভালোবাসা গ্রহণ করতে চায় না। তাহলে আপনার করণীয় হচ্ছে ভালোবাসার সেই মানুষটার সুখ কামনা করে নিজেকে গুটিয়ে নেওয়া। তাকে সুখি দেখতে চাওয়া। এটাই তো ভালোবাসা তাই না? এখানে প্রতিশোধের কি আছে? আপনি চান, কিন্তু আপনাকে চায় না। দুর্ভাগ্য হিসেবে চালিয়ে দিন। প্রস্থান করুন তার বৃত্ত থেকে।
আরেকটা ব্যাপার আছে, এক সময় সে আপনাকে ভালোবাসতো। আপনিও বাসতেন। কিছুদিন পর সে আপনাকে পাত্তা দেয় না। অন্য কাউকে ভালোবাসে। কোনো কারণে কিংবা কারণ ছাড়াই আপনি তার পর হয়ে গেলেন। তাহলে আপনি কি করবেন? মেরে ফেলবেন তাকে? কোপাবেন? ক্ষত বিক্ষত করবেন? এসিড মারবেন? নেটে ভিডিও ছড়াবেন? কি মনে হয় এগুলো কি মানুষের বাচ্চার কাজ হবে? স্মরণ করুন-কোনো একদিন তো সে আপনাকে ভালোবেসেছিল।অন্তত একটা দিন তো হাসিমুখে কথা বলেছিল। কোনো এক বিকেলে আপনার পাশে বসেছিল। কোনো এক সকালে আপনার হাত ধরে হেঁটেছিল। আপনি তাকে হৃদয়ে স্থান দিয়েছিলেন বহুদিন, বহু মাস। সে সব ভেবে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? কষ্ট তাকে না দিয়ে কষ্টগুলোকে নিজের করে নেওয়া যায় না? তার চোখের জল পড়তে না দিয়ে নিজের চোখে ঝর্ণা বহানো যায় না গভীর রাতে, একাকী, নীরবে?
প্রকৃতির বিচার বলে একটা কথা আছে। কোনো বেঈমান সেই বিচার থেকে পার পায় না। তো আপনি কেনো বিচার করবেন? কেনো প্রতিশোধ নিবেন? আপনি তো তাকে ভালোবেসেছিলেন একদিন। জায়গা দিয়েছিলেন হৃদয়ে। স্থান দিয়েছিলেন বুকে ঠাঁই দিয়েছিলেন মনে। তো কিভাবে আবার তার ক্ষতি করবেন?
প্রতিশোধ নিতে চান?
তাহলে এভাবে নিন-নিজেকে তার চেয়েও সুখী মানুষ হিসেবে গড়ে তুলুন। তার চেয়েও রুপসী/গুণবতীকে জীবনসঙ্গী করুন। নিজেকে প্রতিষ্ঠিত করুন, যাতে সে শুনে আফসোস করে কেনো আপনার জীবনসঙ্গী হলো না। প্রমাণ করুন আপনি নয় সেই অযোগ্য ছিল আপনার ভালোবাসার। এভাবেই প্রতিশোধ নিন। ঘৃণা অন্তর থেকে করুন। হাত, পা, যন্ত্র আর অস্ত্রের ঘৃণা নিজেকেও ঘৃণিত করে।
পরিশেষে মনে রাখুন-
আপনি মানুষ।
আপনি মানুষ।
আপনি মানুষ।
আপনি পশু নন।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন