চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

সবার কাছে ভালো হবার টোটকা

সবার কাছে ভালো হবার টোটকা । জাহাঙ্গীর চৌধুরী


ছেলেটা হাঁপাতে হাঁপাতে সাধু বাবার কাছে ছুটে গেলো।

-বাবা,আমাকে একটা উপায় প্রদর্শন করুন।

-কি হয়েছে বৎস? তোমার ভিতর এতো অস্থিরতা বিরাজ করিতেছে কেনো?

-বাবা, অস্থিরতার কারণ একটাই- আমি অনেক চেষ্টা করেছি ভালো থাকতে, শান্ত থাকতে, শান্তিতে থাকতে কিন্তু কারো কাছে ভালো হলে আর কারো কাছে খারাপ হয়ে যাই। কেউ নাম করলে আর কেউ গালি দেয়, কেউ ফুল দিলে আর কেউ বাঁশ দেয়। আমাকে পথ প্রদর্শন করুন বাবা, কী করে আমি সবার কাছে ভালো হতে পারি তার একটা টোটকা দিন।

-ইহা আমাকে কি শুনাইলে বৎস? কেনো আমার কর্ণ কুহরে বিষ ঢালিয়া দিলে? আমি সাধু হইয়াও তো সবার কাছে ভালো হইতে পারিলাম না। ধ্যানে মগ্ন হইয়া সংসার ছাড়িলাম, আমি জীবন্ত অবস্থায় বিধবা হইল আমার বউ, ঘর ছাড়িয়া জঙ্গলে বসিয়া পিঁপড়ার কাঁমড় খাইতেছি যুগের পর যুগ ধরিয়া। তবুও আমি সবার কাছে ভালো হইতে পারিনি। কেহ আমায় সম্মান করিলে আর কেহ আমাকে ভন্ড বাবা বলিয়া ডাকে, কেহ আদর করিয়া প্রণাম করে, আর কেহ কদর তো দূরের কথা, আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে। সবার কাছে ভালো হওয়া যায় নারে বৎস।

-যেভাবেই হউক আমি সবার কাছে ভালো হতে চাই বাবা। যেভাবেই হউক।

-ইহা কখনোই সম্ভব নয় বৎস, জলের মৎস স্থলে উঠিয়া বাঁচিয়া থাকা সম্ভব কিন্তু সবার নিকটে ভালো হওয়া আলবৎ অসম্ভব বৎস।

তুমি ডানদল করিলে তোমাকে বামদল খারাপ কহিবে,আর তুমি বামদল করিলে ডানদল তোমাকে চেঁছিবে। তুমি এর বাইরে গেলে তোমাকে সবাই মিলিয়া লাল গৃহের অন্ন ভক্ষণ করাইবে!

তুমি মন্দদের সাথে চলিলে ভালোরা তোমাকে ঘৃণা করিবে, ভালো দের সাথে চলিলে মন্দরা কাঁটাযুক্ত বাঁশকঞ্চি তোমার পশ্চাৎদেশে জোর পূর্বক প্রবেশ করাইবে।

তোমার লেখা কাহারো ভালো লাগিবে কাহারো যন্ত্রণা হইবে, তোমার কথা কাহারো মুখে হাসি ফুটাইবে কাহারো চক্ষুদ্বয় এবং নাসিকার ছিদ্রদ্বয় হইতে আঁটালো রস ঝরাইবে।

সুতরাং বৎস সবার নিকটে ভালো হইবার চিন্তা বাদ দিয়া নিজের মতো করিয়া নিজে চলিতে থাকো। কে তোমাকে কী বলিল ইহা তোমার কর্ণকুহরে প্রবেশ না করাইলেই উত্তম। নিজের মতো নিজে চলিতে থাকো। তোমাকে যাহার ভালো লাগিবে সেজন তোমায় ভালো বলিবে। তোমাকে দেখিয়া যাহার চুলকানি হইবে তাহাকে ইচ্ছেমতো চুলকাইতে দাও। তাহার চুলকাইলে তোমার কী বস্তু আসিবে যাইবে?

এবার আমাকে ধ্যান করিতে দিয়া প্রস্থান করো বৎস।

-ধন্নিবাদ বাবা, আপনার এই গুরুচন্ডালী উপদেশ আমার আজীবন স্মরণ থাকবে। পেন্নাম!


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই