ম্যাজিক | আকাশ মোহাম্মাদ মাইকেল
কতটা দূরে গেলে অধিকার হারিয়ে যায়
ইঞ্চি ইঞ্চি মেপে দ্যাখাও ততটা দূরত্ব, তোমার-আমার
নিঃশর্ত দস্তখত করে দেবো আমাদের বিচ্ছেদের অসিয়ত নামায়,
মাইলের পর মাইল পথ জুড়ে ছড়িয়ে থাকা বিচ্ছেদ
কাঁধ ব্যাগে কুড়িয়ে নিয়ে হেঁটে যাবো নির্বাসনের পথে ।
আমি শিখে নিয়েছি আস্তিনে দুঃখ লুকানোর কৌশল ,
তুমি যাকে ম্যাজিক বলে জানো.........;
তাই সব কিছু শেষ করে
তোমার উপরে উঠে যাবার সিঁড়ির নিচে
পোড়া কপাল ঠেকিয়ে দাঁড়াই ,
চিৎকার করে বলে উঠি- "বিদায় প্রিয়তমা"
"Darling, please give a big hand for the trick"
বিপুল করতালির নীচে চাপা পড়ে যাক আমার এই দুঃখ দুঃখ খেলা ।।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন