চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

একটাই জিজ্ঞাসা

একটাই জিজ্ঞাসা | ইসরাত জাহান দোলন   


চোখ নদীতে বান ডেকেছে
বুকের মাঝে মেঘ জমেছে।
মেঘগুলো আজ ভাসিয়ে দিলাম
যা উড়ে যা অসীম দূরে
তেপান্তরের পথটা ধরে
থমকে যাবি যে পাহাড়ে
বৃষ্টি হয়ে পড়িস ঝরে।
ভিজিয়ে তারে দিসনা'ক তুই
ছন্দ তালে মন ভোলানোর গানখানা
তোর গাসনে যেন।
ভুল কী ছিল শুধাসনে'ক
ক্ষমা আমায় করল কিনা
নাই বা হল, না হোক জানা
শুনবি শুধু আছে কেমন !
এইটুকুতেই মন ভরাব
ক্লান্ত চোখে ঘুম জড়াব
মেঘলা নভের মেঘ তাড়াব
আকাশ জুড়ে নীল ছড়াব,
নীল ছড়াব।

 

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই