চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

নির্জনা

নির্জনা | সারোয়ার রাফি 


কিছু কথা পরিণত হবে গল্পে,
বিষয় থাকবে অজানা;
কিছু সময়,
থাকবে অবহেলা অল্প।
নির্জনা একটি নাম,
এক বিস্তৃতি কল্পনা;
এক অব্যক্ত সূচনা।
আমি দেখেছি তাকে এক,
.......................হেমন্তে;
সে হেসেছিল,
আমি দেখেছি তাকে,
...............সন্ধ্যার আকাশে;
সে কেঁদেছিল
তাঁর চোখের জল ছিল এক পরিপূর্ণ সমুদ্র।
ফুল ফোটে তারায়,চাঁদের বুকে জন্ম নেয়,
........................................হৃদপিন্ড।
আমি দেখেছি,
.................ব্যস্ততম সড়কটিও,
তাঁর অপেক্ষায় থাকে।
শহরের,
.........নিরিবিলি,
রেস্টুরেন্টও তাঁর চুমোর আগ্রহে,
প্রিয় গাছটির পাপড়ীগুলো ছিঁড়ে ফেলে
দর্শনার্থী শিবিরেও লেগে থাকে কোলাহল।
মারিজুয়ানা ফেলে দীর্ঘশ্বাস,
তাঁর ঘ্রাণ নেবে বলে।
নির্জনা,
.........একটি
................কবিতার
............................নাম।
যাকে কবিরা লিখে রাখে কবিতার শেষ লাইনে,
তবে তা গোপন থাকে।
ঈশ্বর, ও বলতে চান না,
.................তার কথা।
নিকোটিন, যারা ঘৃণা করে কবিকে,
তাঁর কবিতার জন্য;
...................আহ্!
নির্জনাকে আমি শেষবার দেখেছি,
সীমান্তের কাঁটাতারে!
সে-ও আমায় দেখেছে স্বর্গে অগোচরে।

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই