চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

নিরুদ্দেশ যাত্রা

নিরুদ্দেশ যাত্রা | ইসরাত জাহান দোলন  


কতজনের কত তাড়া
নামছে কত ঘাটে,
তোমার আমার নেই'ক তাড়া
ছুটছি অজানাতে।

মুখোমুখি জানালা বিলাস
লাগছে ভীষণ ভালো
বদনজুড়ে খেলছে তোমার
শেষ বিকেলের আলো।
পাগলা হাওয়ায় উড়ছে তোমার
অবাধ্য ওই চুল,
মৃদু মৃদু শব্দ তোলে
তোমার কানের দুল।
চেনা তুমি বহুদিনের
তবু অচেনা
আবিষ্ট আজ ভাবছি মনে
বুঝিই কল্পনা ।

কোন সে কবে পড়েছিলাম
উপন্যাসের পাতায়
যে ছবিটা এঁকেছিলাম তখন
মনের খাতায়।
মিলিয়ে দেখি তুমিই তো সে
অপরিচিতার গোপন বেশে।

রহস্যময় রাত্রি নামে
পথের ধারের বনে,
আকাশ জড়ায় তারার চাদর
গল্প ক্ষণে ক্ষণে।
স্টেশন ছাড়াই ট্রেন থেমে যায়
সবারই ভয় মনে
মুগ্ধ তোমার দুচোখ তখন
আলো ছায়ার পানে।

সবাই ভাবে ডাকাত এল
আলো জ্বলে ওকি ?
তুমি তখন মুচকি হেসে
বললে জোনাকি !

রাত্রি বাড়ে হাতঘড়িতে
ছুটছে সাথে চাঁদ,
চাঁদের আলোয় হাসছে নদী,
তেপান্তরের মাঠ ।

হারিয়ে যাওয়ার এই অভিযান
না হয় যেন শেষ,
এই তো ভালো তুমি আমি
এই তো আছি বেশ।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই