উদ্ভাবন | আশরাফুল ইসলাম শিমুল
তুমি ছিলে অন্য একটা দিনে
উদ্ভাবন করেছিলো মেঘ-
সময়ের ঘর ধরে তুমি হেঁটেছিলে ভিন্ন দরজায়,
নরম বৃষ্টির পায়ে পায়ে নৈঃশব্দ্যমাখা শৈলদ্বীপে
তুমি ছুঁয়েছিলে আমার বাম অলিন্দ,
উদ্ভাবন করেছিলো আগামীকাল-
দিন আর সাদা কাগজের মেরুদণ্ডে জোড়া জোড়া পাতায়
বছরের দরজাগুলো অনুভব করেছিলো গতরাত,
তুমি ঘুমিয়েছিলে আমার পাশেই-ঘুমন্ত নারী,
উদ্ভাবন করেছিলো এ জগতের বাস্তব
রাস্তা,ঘাট বৃক্ষ, সময় ।
তুমি চোখ খুলবে !
প্রহর আর তাদের উদ্ভাবনের মধ্যে
মদের পেয়ালায় রাখা হবে প্রেমরাঙা ঘর,পাশেই জানালা, তার পাশেই দরজার এক পাল্লা খোলা ক্যানভাস,
পৃথিবীর ধুলিজমা পথে পা বাড়ানোর উদ্ভাবন,
আর উপস্থিতির মধ্যে দীর্ঘস্থায়ী করবো নিজেদের
দিন ছোট,
দীর্ঘ প্রহরের পানশালায় ।
বাতাসের থাম ছিটকে যাবে জানালায়
দরজার একপাল্লা দম করে বন্ধ হয়ে যাবে
আবিষ্কার করবে প্রতিধ্বনি,
তোমার ঘুম ভাঙবে অক্ষরের বিস্ফোরণে
উদ্ভাবন করবে মদ-যৌবন-এবং-কবিতা ।
সাগরেব ছায়ায় বিষণ্ণ স্থাপত্য হতে
অন্য গোলার্ধে অঢেল, জলজ দৃশ্যমান হাতে বাতাস খুলে দিবে দরজা
উদ্ভাবন করবে আগামীকাল !!
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com










মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন