প্রিয় চড়ুই, দিবি একটু ঠাই? | শাদ ইরশাদ
আমি যদি ফিরি
তোর বুকেই ফিরবো
সে অভিমান নিয়েইতো পথিক হয়েছিলাম।
সে দিনের মতো আজো যদি চাস
বোহেমিয়ান জীবনের ইতি টেনে
ফিরে আসি ঘরে-
তবে কথা দে
তোর বুকে ঠাঁই দিবি
আমার চড়ুই বুক,
জীবনানন্দের বনলতার মত
দিবি একটুখানি সুখ।
আমিতো তোর বুকে ফেরার
দিব্যি নিয়েই এখনো বোহেমিয়ান।
জীবনানন্দের মত বহুপথ হেঁটে
আমি ক্লান্ত পথিক এক,
বোহেমিয়ান জীবনের রথ টেনে টেনে
ভীষণ ক্লান্তি নিয়ে বসে আছি
তোর ডাকের অপেক্ষায়-
প্রিয় চড়ুই,
আমাকে দিবি একটু ঠাঁই?
আমাকে ফিরিয়ে নে
ভালবেসে তোর জলসায়।
আমিতো তোর বুকে ফিরবো বলেই
একবুক অভিমান নিয়ে এখনো অপেক্ষমান।
দিবি একটু ঠাঁই
তোর বুকে আমার চড়ুই বুক?
পৃথিবীর কী এমন ক্ষতি
দিস যদি আমারে একটুখানি সুখ।
দিবি??
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com, chilekothasahittobd@gmail.com









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন