চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

বন্ধু বলে ডাক

বন্ধু বলে ডাক । ওয়াজিহা রহমান


একবার বন্ধু বলে ডাক
মেঘের দেয়ালটা সরিয়ে
শরতের নীলে ভরা আকাশ দিব।

একবার বন্ধু বলে ডাক
দিগন্তহীন সবুজ মাঠে
দুর আকাশের বৃষ্টি হয়ে
সুখের ভেলায় ভাসাবো।

একবার বন্ধু বলে ডাক
করকনে শীতে নকশী কাথার ওম দিব
সাফল্যের সিঁড়ি হয়ে
আলোর পথে এগিয়ে নিব।

একবার বন্ধু বলে ডাক
পরবশ অনু হয়ে কষ্টের ভাগ নিব
শুভ্র আলিঙ্গনে শুধরে দিব
জীবনের ভুলগুলি।

একবার বন্ধু বলে ডাক
দু:খের দিনে সুখের ছায়া হব
ঝুম বৃষ্টিতে ঝলমলে রোদ
কিংবা তিমির রাতের জোছনা।



 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই